হোম > বিশ্ব > পাকিস্তান

মোদির ভুল নীতির কারণে সখ্য বেড়েছে চীন ও পাকিস্তানের: রাহুল গান্ধী

কলকাতা প্রতিনিধি

ভারতের জাতীয় সংসদে চীন ও পাকিস্তান নিয়ে বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ভুল নীতির কারণে সখ্য বেড়েছে চীন ও পাকিস্তানের।

কংগ্রেসের সাবেক সভাপতির এই মন্তব্যের সমালোচনা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাহুলের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ভারতের বিদেশনীতি নিয়ে রাহুলের মন্তব্যকে তাঁরা সমর্থন করেন না।

রাহুল গান্ধী মোদি সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, চীন ও পাকিস্তান সীমান্তে লাগাতার লড়াই শুরু হয়েছে ভারতের দুর্বল বিদেশনীতির কারণে। সদ্যসমাপ্ত প্রজাতন্ত্র দিবেস বিদেশি অতিথি না আসার জন্যও মোদি সরকারকে দায়ী করেন তিনি।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন, কংগ্রেসের রাজত্বকালেই চীন পাকিস্তানে অর্থনৈতিক করিডর তৈরি শুরু করে। বিদেশি অতিথি না আসা প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসবাসকারী সবাই করোনা পরিস্থিতির কথা জানেন।

বিজেপির সাংসদ নিশীকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতার বক্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে। এটা পুরো দেশের পক্ষে ক্ষতিকর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজেকে দেশপ্রেমী প্রমাণ করতে গিয়ে সরকারের বিদেশনীতি নিয়ে সরকারকে আক্রমণ করে দলকে কিছুটা হলেও বিপাকে ফেলেছেন রাহুল। বিশেষ করে চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র বিষয়ে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে।

তবে বিদেশনীতির প্রসঙ্গ বাদ দিলে গতকাল বুধবার সংসদে মোদি সরকারকে আক্রমণ করে যে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন রাহুল গান্ধী, তার প্রশংসাও জুটছে। পাঁচ রাজ্যের ভোটের আগে রাহুল গরিব ও বড়লোক এই দুই ভারতের কথা বলে হাততালি কুড়িয়েছেন প্রচুর।

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন