ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতির মামলায় আজ বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের একটি আদালত। গত অক্টোবরে ৯ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান বুশরা বিবি। কিন্তু আজকের গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে, তিনি পুনরায় গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বেচাকেনার নতুন মামলায় টানা ১০ দিন শুনানিতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এই মামলা দায়ের করে।
মামলার অভিযোগে বলা হয়, তিনি ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের সময় ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন। তবে ইমরান খান ও বুশরা বিবি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার মামলার শুনানি করেন এফআইএর বিশেষ আদালতের জজ শাহরুখ আরজুমান্দ।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ইমরান খানের ‘চূড়ান্ত বিক্ষোভে’র আহ্বানে সাড়া দিয়ে ইসলামাবাদে অভিমুখে যাত্রা করেন হাজার হাজার পিটিআই কর্মী। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই বিক্ষোভের নেতৃত্ব দেন।
২৭ নভেম্বর ইসলামাবাদে পৌঁছানোর পর আধাসামরিক বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে কমপক্ষে আটজন কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ করে পিটিআই। তবে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘বিক্ষোভে কোনো গুলি চালানো হয়নি এবং কোনো লাশ হাসপাতালে আসেনি। পিটিআই নেতারা ১০ থেকে ২০০ জন নিহত হওয়ার কথা বললেও এটি সত্য নয়।’
টানা তিন দিনের উত্তেজনা শেষে ২৭ নভেম্বর সন্ধ্যায় ইমরান খানের সমর্থকেরা রাজধানী ইসলামাবাদের রেড জোন ডি-চক এলাকায় পৌঁছানোর পর বিক্ষোভ কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। এরপর পিটিআই শাসিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পালিয়ে যান বুশরা বিবি।