অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন রাজধানীতে পৌঁছাতে না পারলেও আজ সোমবার আবারও যাত্রা শুরু করেছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের গাড়িবহর গত রাতের বিরতি শেষে ধীর গতিতে ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করেছে। এসব কনভয়ের একটির নেতৃত্বে আছেন, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।
আজ সোমবার সকালে পিটিআইয়ের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করে বলা হয়, গান্দাপুর তাঁর গাড়িবহর নিয়ে আবারও যাত্রা শুরু করতে প্রস্তুত। পিটিআই নেতা শওকত ইউসুফজাই আটকে বুরহান মোড়ে দ্য ডনকে বলেছেন, গাড়িবহরগুলো ইসলামাবাদের দিকে রওনা হয়েছে। তবে বহরের আকার বিশাল হওয়ায় এবং রাস্তায় ব্যাপক বাধা সৃষ্টি করে রাখায় এর গতি খুবই ধীর।
ইউসুফজাই আরও বলেন, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর শান্তিপূর্ণভাবে কিন্তু যেকোনো মূল্যে ডি-চকে (ইসলামাবাদের একটি এলাকা) পৌঁছাতে চান। এ সময় তিনি দাবি করেন, ‘বড় সমাবেশ দেখে পুলিশ পিছু হটেছে।’
ইমরান খানের ডাকে সরকার বিরোধী জমায়েতের জন্য নির্ধারিত সময় ছিল গতকাল ২৪ নভেম্বর। তবে পিটিআই নেতারা বলেছেন, তারা তাদের জীবন-মরণ’ প্রতিবাদে অংশ নিতে তাড়াহুড়ো করছেন না। কারণ এই সমাবেশে অংশ নিতে গিয়ে পিটিআইয়ের কর্মীরা দেশব্যাপী গ্রেপ্তার, লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের মুখোমুখি হয়েছেন। কিন্তু তারপরও তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন।
এর আগে, ইসলামাবাদ হাইকোর্ট গত সপ্তাহে পিটিআই পরিকল্পিত প্রতিবাদ সমাবেশকে বেআইনি ঘোষণা করে এবং কেন্দ্রীয় সরকারকে ইসলামাবাদে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। কারণ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো আজ ৩ দিনের সরকারি সফরে ইসলামাবাদ আসছেন।
পিটিআই সমর্থকদের বেশির ভাগই খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে আসছে। রোববার রাত পর্যন্ত তারা ইসলামাবাদ থেকে অনেক দূরে অবস্থান করছিলেন। পিটিআই ও পুলিশ কর্মকর্তাদের অনুমান, খাইবার পাখতুনখাওয়ার এই গাড়িবহরটি মঙ্গলবার বা বুধবারের মধ্যে ইসলামাবাদে পৌঁছাবে।
এদিকে, পাঞ্জাব ও ইসলামাবাদে পিটিআই নেতারা কর্মীদের কার্যকরভাবে মাঠে নামাতে ব্যর্থ হয়েছেন। কারণ পুলিশ দ্রুত তাদের সমাবেশগুলোতে ব্যাপক বাধার সৃষ্টি করেছে। পুলিশ সদস্যরা লাঠি ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। বেশ কয়েকটি শহর থেকে বিপুল পরিমাণ পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছে।
পিটিআই নেতা আসাদ কায়সার দ্য ডনকে বলেন, ‘দেশব্যাপী প্রতিবাদকারী গাড়িবহরগুলো ইসলামাবাদে পৌঁছাতে কয়েক দিন সময় নেবে।’ তিনি দাবি করেন, ‘পেশোয়ার থেকে ইসলামাবাদের দিকে আসা মিছিলের দৈর্ঘ্য ১৪ কিলোমিটার। তিনি আরও বলেন, ‘ডিআই খান, অ্যাবোটাবাদ, বেলুচিস্তান ও অন্যান্য এলাকা থেকেও একই পরিমাণ মানুষ আসছে। আমরা নির্দেশ দিয়েছি, আমরা তাড়াহুড়ো করব না, আমাদের গন্তব্য ইসলামাবাদ, তবে আমরা সেখানে পৌঁছাতে এক বা দুদিন সময় নিতে পারি এবং আমরা সরকারকে অস্থির রাখব।’
পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও পেশোয়ার থেকে আসা একটি গাড়িবহরের অংশ নিয়েছেন। সোয়াবি মোড়ের কাছে এক সংক্ষিপ্ত ভাষণে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্দাপুর কর্মীদের সমস্ত শক্তি ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর পথে বাধাগুলো অপসারণ করতে আহ্বান জানান।