হোম > বিশ্ব > পাকিস্তান

‘যেখানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, মঙ্গলবার সেখান থেকেই লং মার্চ শুরু’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, গত বৃহস্পতিবার তাঁকে ওয়াজিরাবাদের যে স্থানটিতে যেখানে গুলি করা হয়েছিল, সেখান থেকেই আবার লংমার্চ শুরু হবে। দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইমরান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের লং মার্চ আগামী মঙ্গলবার–যেখানে আমাকে এবং আরও ১১ জনকে গুলি করা হয়েছিল, মোয়াজ্জেম শহীদ হয়েছিল সেখান থেকেই শুরু হবে।’ পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আরও বলেন, ‘আমি এখান (লাহোর) থেকেই লং মার্চে ভাষণ দেব এবং আমাদের লং মার্চ ১০ থেকে ১৪ দিন পর—অবশ্য নির্ভর করে লং মার্চ কোন গতিতে আগাচ্ছে—লং মার্চ রাওয়ালপিন্ডি পৌঁছাবে।’

সেখান থেকেই তিনি লং মার্চে যুক্ত হয়ে তাতে নেতৃত্ব দেবেন বলে তেহরিক-ই ইনসাফের এই নেতা জানান। 

এর আগে ইমরান খান বলেছিলেন, ‘আল্লাহ আমাকে একটি নতুন জীবন দিয়েছেন এবং আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে, আমি আমার লড়াই চালিয়ে যাব। আপনারা প্রস্তুত হন।’ ইমরান খান আরও বলেন, ‘আমাকে হত্যা করার জন্য চারজন লোক রুদ্ধদ্বার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি আমি আগেই জাতিকে জানিয়েছিলাম। সে জন্য আমি সেই চারজনের নাম উল্লেখ করে একটি ভিডিও রেকর্ড করেছি।’ 

ইমরান খান তাঁকে হত্যার প্রচেষ্টাকে ‘পরিকল্পিত প্লট’ বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘এই ঘটনায় দুজন অস্ত্রধারী লং মার্চে আক্রমণের ঘটনায় জড়িত এবং তাঁরা দুজন দুই দিক থেকে গুলি চালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটি কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না। বরং আমাকে হত্যার জন্য এটি একটি পরিকল্পিত প্লট ছিল।’ 

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন