হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন সংকট: রাশিয়ার গ্যাসলাইন বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনে আক্রমণ করলে আমরা রাশিয়ার নর্ড স্ক্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেব।’ 

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জো বাইডেন ও ওলাফ স্কুলজ একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে নর্ড স্ট্রিম-২ সম্পর্কে জিজ্ঞেস করা হলে মার্কিন প্রেসিডেন্ট এমন বক্তব্য দেন। কীভাবে তিনি এই গ্যাস পাইপলাইন বন্ধ করবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি। শুধু বলেছেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটি বন্ধ করতে সক্ষম হব।’ 

ইউক্রেন সংকট এড়াতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কোয় গেছেন, তখন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। অন্যদিকে মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। 

সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়া লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে। গত রোববার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া ৭০ শতাংশ সৈন্যকে একত্রিত করেছে। 

গত কয়েক সপ্তাহ ধরে মস্কো বলছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্য হতে বাধা দিচ্ছে এবং সামরিক সংস্থাটি পূর্ব ইউরোপে তার সৈন্যসংখ্যা কমিয়েছে। ন্যাটো অবশ্য উভয় অভিযোগই অস্বীকার করেছে। উল্টো রাশিয়াকে পারমাণবিক অস্ত্র সীমিত করার পরামর্শ দিয়েছে ন্যাটো। অন্যদিক, মিনস্ক আন্তর্জাতিক শান্তিচুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার জন্যও ইউক্রেন সরকারকে অভিযুক্ত করেছে রাশিয়া। 

প্রসঙ্গত, নর্ড স্ট্রিম-২ নামের গ্যাস পাইপলাইনটি ১ হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ। এটি তৈরি করতে সময় লেগেছে পাঁচ বছর এবং খরচ হয়েছে ১ হাজার ১০০ কোটি ডলার। এটি বাল্টিক সাগরের নিচে চলমান একটি জ্বালানি প্রকল্প। জার্মানিতে রাশিয়ার গ্যাস রপ্তানি দ্বিগুণ করার জন্য এই পাইপলাইন স্থাপন করা হয়েছিল। 

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি