হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিদেশি গুজব মোকাবিলায় মার্কিন নেতৃত্বে গঠিত হচ্ছে গণতান্ত্রিক দেশগুলোর জোট

নাগরিকদের বিদেশি সরকারগুলোর গুজবের হাত থেকে রক্ষা করতে জোট গঠন করতে যাচ্ছে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো। এই জোটে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির এই বিষয়ক বিশেষ দূত জেমস রুবিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল এনগেজমেন্টের নন-স্টেট প্রোপাগান্ডা অ্যান্ড ডিসইনফরমেশন এফোর্টসের বিশেষ দূত জেমস রুবিন বলেছেন, ‘আমরা আশা করছি, এই জোট তথ্য ম্যানিপুলেশনের বর্তমান সংজ্ঞা ও পুরোনো মতামতের বিষয়ে একমত হবে। এমনকি আমাদের মধ্যে কিছু বিষয়ে মতভেদ থাকলেও।’

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের এই জোটে দেশটি ছাড়াও কানাডা ও যুক্তরাজ্য স্বাক্ষর করেছে। ওয়াশিংটন আশা করছে, বিশ্বের অন্য গণতান্ত্রিক দেশগুলোও এই জোটে অংশগ্রহণ করবে। এই জোট মূলত বিশ্বের অন্য দেশগুলোর সরকারের তরফ থেকে উৎপাদিত গুজব বা ভুয়া তথ্যের প্রতি নজর দেয়। এ ছাড়া, এ বিষয়ে একটি বৈশ্বিক কৌশল তৈরি করারও চেষ্টা চালাবে জোটটি। 

চুক্তির নথিতে বলা হয়েছে, ‘বিদেশি তথ্য ম্যানিপুলেশন হুমকি মোকাবিলায় একটি সম্মিলিত পদ্ধতি তৈরির সময় এসেছে, যা সমমনা দেশগুলোর স্থিতিশীলতা ও তথ্য ম্যানিপুলেশনের প্রতিক্রিয়া শক্তিশালী করার জন্য একটি প্রতিশ্রুতিবদ্ধ জোট তৈরি করবে। এ ছাড়া এটি গোপন বিদেশি গুজব বা ভুয়া তথ্য শনাক্ত করতে সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও যৌথ ডেটা বিশ্লেষণকেও এগিয়ে নেবে।’

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি