Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

 অবশেষে টিকা পেলেন যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ 

অনলাইন ডেস্ক

 অবশেষে টিকা পেলেন যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ 

যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক কমপক্ষে এক ডোজ হলেও করোনার টিকা পেয়েছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে জানিয়েছিলেন ৪ জুলাইয়ের মধ্যেই ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ ভ্যাকসিন করোনার টিকার একটি ডোজ হলেও পাবেন। তবে বাইডেনের সেই লক্ষ্য সময়মতো পূরণ করতে পারেনি মার্কিন প্রশাসন। 

এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট বার্তায় বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষকে একটি ডোজ হলেও ভ্যাকসিন দিতে পেরেছি। এটা খুব আশ্চর্য অগ্রগতি। তবে আমাদের বহুদূর এগোতে হবে। যদি এখনো টিকা না পেয়ে থাকেন তাহলে টিকা নিন। চলুন আমরা ভাইরাসকে হারিয়ে দিই। 

যুক্তরাষ্ট্রের সিডিসি পরিচালক ড. রোশেল ওয়ালেনস্কি বলেন, যেসব কমিউনিটিতে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে তারা ভালোভাবে এগিয়ে যাচ্ছে।

তবে যারা টিকা নেননি তাঁদের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন ড. রোশেল ওয়ালেনস্কি। এ নিয়ে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওয়ালেনস্কি বলেন, আমরা যেভাবে করোনা করোনাকে হারাতে চাচ্ছি স্পষ্টভাবে সেরকম হচ্ছে না। সুতরাং আমাদের এই যুদ্ধ আরও কিছুদিন চলতে হবে।

যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৭২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত গ্রীষ্মের চেয়ে এবার করোনা রোগী শনাক্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে বেশি। যদিও গতবার গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন ছিল না। সিডিসি বলছে, এ বছরের জানুয়ারিতে করোনা সংক্রমণের চূড়ায় ছিল যুক্তরাষ্ট্র, তখন যুক্তরাষ্ট্রে একদিনে আড়াই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি এবিসি টেলিভিশনকে একটি সাক্ষাৎকারে বলেছে, আপনি যদি সংক্রমণের সংখ্যার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে-মহামারি পরিস্থিতির অবনতি হচ্ছে। গত সাত দিনের গড় সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১০ কোটি মানুষ টিকা নেওয়ার যোগ্য হলেও এখনো পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেননি।

শিশুদের গায়ে হাত তোলা যাবে না ইংল্যান্ডে, পার্লামেন্টে বিল

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ

বিশ্বের অর্ধেক কার্বন ডাই-অক্সাইডের জন্য দায়ী মাত্র ৩৬টি জ্বালানি কোম্পানি

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প