হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সাইবার হামলা নিয়ে রাশিয়াকে তাক করে বাইডেনের হুঁশিয়ারি

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা প্রতিরোধে ওয়াশিংটন যেকোনো ধরনের ব্যবস্থা নেবে। গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানায় হোয়াইট হাউস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল শুক্রবার পুতিনের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনে কথা বলেন জো বাইডেন। ফোনালাপের পর সাইবার হামলার কারণে রাশিয়াকে কোনো প্রকার ফল ভোগ করতে হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘হ্যাঁ’।

এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রে হওয়া ওই সাইবার হামলার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে বলে বাইডেন প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

পুতিনের সঙ্গে ফোনালাপের পর প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, ‘যখন রুশ ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলার ঘটনা ঘটে, তখন ওয়াশিংটন আশা করতেই পারে যে অপরাধীদের বিরুদ্ধে পুতিন প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।’

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। এরপর গত মাসে জেনেভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পর শুক্রবারই প্রথমবারের মতো উভয় নেতা ফোনে কথা বলেন।

যুক্তরাষ্ট্রে সাইবার হামলার সংখ্যা দিনদিন বাড়ছে। এমনকি সাম্প্রতিক একটি হামলা দেশটির ১ হাজার ৫০০ কোম্পানিকে অকার্যকর করে দিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার দুই নেতা একে অপরের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বললেন।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি