হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয় বাইডেনের

এএফপি, ওয়াশিংটন

বলেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে তিনি পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। গত শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন সংশয়ের কথা জানান তিনি। 

জো বাইডেন বলেন, নির্বাচন পুরোপুরি অবাধ ও সুষ্ঠু হবে। এ ব্যাপারে তার শতভাগ আস্থা রয়েছে। তবে এটি শান্তিপূর্ণ হবে কি না, সেটি তাঁর জানা নেই। 

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বড় দুই দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত নির্বাচনেও বাইডেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ট্রাম্প। তবে ভোটে পরাজয়ের পর ব্যাপক প্রতারণার অভিযোগ আনেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে মার্কিন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলেও ভাঙচুরের ঘটনা ঘটে। 

২০২০ সালের নির্বাচনকে কেন্দ্র করে ওই ঘটনার উল্লেখ করে জো বাইডেন বলেন, গতবার ভোটের ফল পছন্দ না হওয়ায় ট্রাম্প যা বলেছেন, তা ছিল অত্যন্ত বিপজ্জনক। 

এদিকে গত শুক্রবার নর্থ ক্যারোলাইনায় নিজের নির্বাচনী প্রচারে ২০২০ সালে ‘ভোট জালিয়াতির’ অভিযোগের পুনরাবৃত্তি করেন। 
দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত জর্জিয়াও সফর করেছেন ট্রাম্প। ২০১৬ সালে রাজ্যটিতে বিজয়ী হয়েছিলেন তিনি। তবে ২০২০ সালে সেখানে বাইডেনের কাছে পরাজিত হন তিনি। এবার রাজ্যটি পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নির্বাচনে আমাদের জিততে হবে এবং যদি আমরা না জিততে পারি, তাহলে দেশটি রসাতলে যাবে।’ 

হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

ইউক্রেনের জন্য ৩৯ পাউন্ড দানের অপরাধে রুশ-মার্কিন ব্যালে ড্যান্সারের ১ বছরের কারাবাস

সংসার ভাঙার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মিশেল ওবামা

পরমাণু ইস্যুতে বৈঠক শুরুর ঠিক আগে ইরানের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

ডমিনিকান রিপাবলিকে ছাদ ধসে প্রাণহানি বেড়ে ১২৪

চীন ছাড়া অন্য দেশগুলোর ওপর আরোপিত শুল্ক কেন স্থগিত করলেন ট্রাম্প

বাতানের যুদ্ধে বিপুল সেনার আত্মসমর্পণ, যুক্তরাষ্ট্র হেরেছে আরও যেসব যুদ্ধে

ট্রাম্পের ইউটার্ন, আবার চালু হচ্ছে এনজিওর সহায়তা কর্মসূচি

শুল্ক নিয়ে গৃহদাহ, ট্রাম্পের বাণিজ্য পরামর্শককে ‘নির্বোধ’ বললেন মাস্ক

আদালতের রায়ে হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেল বার্তা সংস্থা এপি