যুক্তরাষ্ট্রে শীর্ষ লটারি গেম পাওয়ারবলের এই সপ্তাহান্তে বিশ্বের সবচেয়ে বড় ড্র হয়েছে। গত তিন মাস ধরে কোনো বিজয়ী না পাওয়ায় শনিবারের ড্রতে পাওয়ারবল জ্যাকপট পুরস্কার ১৬০ কোটি ডলারে দাঁড়ায়।
অংশগ্রহণকারীরা হারতে থাকায় পাওয়ারবল জ্যাকপটের পরিমাণ বেড়েই চলেছে। বর্ধিত এই জ্যাকপট যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম পুরস্কার হিসেবে বিবেচিত। এর আগের বৃহত্তম পুরস্কারটি ছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলারের পাওয়ারবল জ্যাকপট। ২০১৬ সালে তিনজন যৌথভাবে ওই পুরস্কার জেতেন।
বিবিসির খবরে বলা হয়, ছয়টি নম্বরই মিলিয়ে লটারির সর্বোচ্চ পুরস্কারটি কেউ পেয়েছেন এমন ঘটনার পর প্রায় তিন মাস পার হয়েছে। গত ৩ আগস্ট পেনসিলভানিয়ার এক ব্যক্তি জ্যাকপটে ২০ কোটি ৬৯ লাখ ডলার জেতেন। প্রতি ২৯ কোটি ২২ লাখ টিকিটে মাত্র একটি টিকিটেরই পাওয়ারবলে জ্যাকপট বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে।
নিউজার্সির এনজেডটকমের প্রতিবেদনে জানা যায়, শনিবার রাতের জ্যাকপট নম্বর ৬৯, ৫৩, ৪৫, ৫৬, ২৮। তবে লটারির ফলাফল এখনো জানা যায়নি। এবারও কেউ জিততে না পারলে আবারও ড্র অনুষ্ঠিত হবে।
পাওয়ারবল জানায়, পুরস্কারের আনুমানিক মূল্য ১০০ কোটি ডলার। তবে পুরস্কারে পাওয়া অর্থ বার্ষিক কিস্তিতে নিতে হবে। যদিও বিজয়ীরা নগদ অর্থ গ্রহণ করতেই বেশি ইচ্ছুক হন। সে ক্ষেত্রে পুরস্কারের নগদ মূল্য আনুমানিক ৭৮ কোটি ২৪ লাখ ডলার। তবে টিকিট বিক্রি বেড়ে যাওয়ায় জ্যাকপটের পরিমাণ ৮০ কোটি ডলার ছাড়িয়েছে।