ফাইজারের করোনা টিকা কিশোর-কিশোরীদের শরীরে বেশি কার্যকর এবং দীর্ঘ মেয়াদে সুরক্ষা দিতে সক্ষম। ১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর পরিচালিত সর্বশেষ ট্রায়ালের এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে। সোমবার ফাইজার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ফাইজার জানায়, ১২ থেকে ১৭ বছরের কিশোর-কিশোরীরা ফাইজারের টিকার প্রথম ডোজ নেওয়ার পর চার মাস পর্যন্ত করোনা থেকে শতভাগ সুরক্ষা বোধ করে। ফাইজারের পরিচালিত সর্বশেষ ট্রায়ালে অংশ নেওয়া অপ্রাপ্তবয়স্কদের সবাই ১২ থেকে ১৭ বছরের ছিল।
গত মে মাসে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রধান (এফডিএ)। এরপর গত আগস্টে ১৬ বছর বয়সোর্ধ্বদের শরীরে ব্যবহারের পূর্ণাঙ্গ অনুমোদন পায় এটি।