হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ওয়াশিংটনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার

পটোম্যাক নদীতে উদ্ধার কার্যক্রম চলছে। ছবি: ইউএস কোস্ট গার্ড

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হেলিকপ্টার-উড়োজাহাজ দুর্ঘটনায় পটোম্যাক নদীতে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়েছে। মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) বরাতে এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ব্ল্যাক বক্সটির ককপিট ভয়েস এবং ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধারের পর ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) ল্যাবে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এ অবতরণের সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি উড়োযানই পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ ৬৪ জন আরোহী ছিলেন। পিএসএ এয়ারলাইনসের বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ উড়োজাহাজটি ক্যানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। অন্যদিকে মার্কিন আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারে তিনজন সেনা ছিলেন। এই দুর্ঘটনাকে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মার্কিন বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করেছে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পটোম্যাক নদীর বরফ শীতল পানি এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বিলম্বিত হয়েছে।

এ দুর্ঘটনায় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও এনটিএসবি ঘটনার তদন্ত করছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছে এনটিএসবি। বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মী সংখ্যা পর্যাপ্ত ছিল না। বুধবার রাতে দুর্ঘটনার সময় রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মী একইসঙ্গে হেলিকপ্টার উড়োজাহাজ দুটিই পরিচালনা করছিলেন। তবে এফএএ বলছে, এভাবে দায়িত্ব পালন করা অস্বাভাবিক নয় এবং এটি নীতিমালা লঙ্ঘন করেনি।

যদিও বিমান দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট জানা যায়নি। তবুও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বাণিজ্যিক মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সমালোচনা করেন।

ট্রাম্প বলেন, ‘এফএএর বৈচিত্র্য বৃদ্ধির প্রচেষ্টার মধ্যে গুরুতর বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতাসম্পন্ন লোকদের নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এটি অবিশ্বাস্য। গুরুতর প্রতিবন্ধকতাসম্পন্ন ব্যক্তিদের, যারা কর্মক্ষেত্রে সবচেয়ে কম প্রতিনিধিত্বশীল, তাদের অন্তর্ভুক্ত করার ফল দেখা যাচ্ছে।’

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি