Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিজয়ের পর ট্রাম্পের পারিবারিক ছবিতে নেই মেলানিয়া, আছেন ইলন মাস্ক!

অনলাইন ডেস্ক

বিজয়ের পর ট্রাম্পের পারিবারিক ছবিতে নেই মেলানিয়া, আছেন ইলন মাস্ক!
ছবি: টুইটার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনে সর্বোচ্চ বিলিয়নিয়ার ইলন মাস্ককে একটি বড় পদের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে—বিজয়ের পর ট্রাম্পের একটি পারিবারিক ছবিতে ছেলে এক্স-অ্যাশকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মাস্কও। কিন্তু এই ছবিতে খোদ মেলানিয়া ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে অনেকেই অবাক হয়েছেন!

এক্সে ওই ছবিটি পোস্ট করেছেন ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প। ১৭ বছর বয়সী কাই ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র এবং ভেনেসা ট্রাম্প দম্পতির কন্যা। ছবিটি পোস্ট করে তিনি এর ক্যাপশনে লিখেছেন—‘পুরো স্কোয়াড’।

ট্রাম্প পরিবারের সদস্য হিসেবে কাইয়ের পোস্ট করা ওই ছবিটিতে ‘পুরো স্কোয়াড’ হিসেবে ট্রাম্পের পরিবারের সব সদস্যকেই নির্দেশ করেছেন। কিন্তু এর মধ্যে মেলানিয়ার অনুপস্থিতি এবং ইলন মাস্কের উপস্থিতির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে।

পোস্টটির নিচে একজন এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ইলন এখন এই পরিবারের অংশ।’ আরেকজন লিখেছেন, ‘দেখুন ইলন ঠিকই ঢুকে পড়েছে। একটি আশ্চর্যজনক পরিবার।’

তৃতীয় একজন কিছুটা অবাক হয়ে লিখেছেন, ‘ফার্স্ট লেডি কোথায়?’

ছবিটির নিচে যারা মন্তব্য করেছেন তাঁদের বেশির ভাগই ইলন মাস্কের উপস্থিতি এবং মেলানিয়ার অনুপস্থিতির কারণ জানতে চেয়েছেন।

ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো ক্লাবে ইলন মাস্কের ক্রমবর্ধমান প্রভাব নির্বাচনের রাতের উদ্‌যাপনের সময়ও হাইলাইট করা হয়েছিল। সেখানে প্রায় সময়ই তাঁকে অতিথিদের সঙ্গে মিশতে দেখা গেছে। তাঁর চার বছর বয়সী ছেলে এক্স-অ্যাশকেও দেখা গেছে তাঁর সঙ্গে।

কাই ট্রাম্পের ওই পারিবারিক ছবিটি রিটুইট করেছেন ইলন মাস্ক নিজেও। আর মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে নিজের ছেলেকে কাঁধে নিয়ে আছেন, এমন আরেকটি ছবি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ‘নোভাস অর্ডো সেক্লোরাম’। ল্যাটিন ভাষায় এই বাক্যাংশটির অর্থ দাঁড়ায়, ‘যুগের একটি নতুন পরিক্রমা।’

The whole squad pic.twitter.com/5yQVkFiney

— Kai Trump (@KaiTrumpGolfs) November 6, 2024
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের অন্তত ৬৯ ইলেক্টোরাল ভোটে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরে বিজয়ী ভাষণ দেওয়ার সময় সমর্থন দেওয়ার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প এ সময় ইলনকে একজন ‘বিশেষ লোক’ এবং ‘সুপার জিনিয়াস’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমাদের নতুন তারকা আছে। ইলন নামে একটি তারার জন্ম হয়েছে। তিনি একজন আশ্চর্যজনক লোক।’

ট্রাম্প জানান, নির্বাচনী প্রচারণার সময় ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়ার বিভিন্ন অংশে তাঁর সঙ্গে অন্তত দুই সপ্তাহ কাটিয়েছেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘শুধু ইলনই এমনটা করতে পারে। এ কারণেই আমি আপনাকে ভালোবাসি, ইলন।’

উল্লেখ্য, গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন প্রযুক্তি বিলিয়নিয়ার। পরবর্তীতে নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখার পাশাপাশি প্রচারাভিযানে ১০০ মিলিয়ন ডলারের বেশি অনুদানও প্রদান করেন।

রয়টার্সের মতে, ট্রাম্পকে ইলন মাস্কের আর্থিক সমর্থন তাঁর কোম্পানিগুলোকে সরকারি নিয়ন্ত্রণ থেকে রক্ষা করার একটি কৌশল হতে পারে।

মাস্কের নাগরিকত্ব বাতিলে দেড় লাখের বেশি কানাডীয়র পিটিশন

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি

হত্যার দায়ে ৩০ বছর সাজা ভোগের পর ডিএনএ টেস্টে নিরপরাধ প্রমাণ

কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত করল মার্কিন প্রশাসন

ইউক্রেনে নির্বোধ মার্কিন প্রেসিডেন্টের খরচ করা অর্থ ফেরত আনব আমরা: ট্রাম্প

মার্কিন স্বর্ণের মজুত ঠিকঠাক আছে কি না দেখতে ফোর্ট নক্সে যাবেন মাস্ক

সোমবারের মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি ছাড়: মার্কিন কর্মীদের মাস্ক

রয়টার্স মিথ্যা বলছে: ইউক্রেনে স্টারলিংক বন্ধের খবর প্রসঙ্গে মাস্ক

ইউএসএআইডির সহায়তা বন্ধে এইচআইভি ও ম্যালেরিয়ার ওষুধের তীব্র সংকট

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প