Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ

অনলাইন ডেস্ক

করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ

করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি না কমতেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ। প্রায় ১৮ বছর পর দেশটিতে আবারও পাওয়া গেছে হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাঙ্কিপক্স একটি ভাইরাসবাহিত রোগ। এটিও করোনার মতোই ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তাই যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীকে ডালাসের এক হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি কিছুদিন আগেই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ এই রোগ দেখা গিয়েছিল ২০০৩ সালে। সেই সময় ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসের সংক্রমণে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, মাঙ্কিপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত হওয়ায় এখনই চিন্তিত নন তাঁরা। মার্কিন সরকারের পক্ষ থেকে এ নিয়ে মানুষকে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। তবে সেই সঙ্গে পরিস্থিতির দিকে কঠোর নজরও রাখা হচ্ছে।

জানা গেছে, গত ৮ জুলাই ও ৯ জুলাই বিমানে যাত্রা করেছিলেন আক্রান্ত ব্যক্তি। তখন তাঁর পাশে কারা ছিলেন তা খুঁজে বের করে তাঁদের আলাদা রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও সম্প্রতি কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সংক্রমণ যাতে কোনো ভাবেই ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।

এই ভাইরাস তুলনামূলক ভাবে বিরল হলেও এর সংক্রমণে গুরুতর ক্ষতি হতে পারে শরীরের। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকাতেই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণত বাঁদর কিংবা ইঁদুর জাতীয় প্রাণীর শরীরেই এদের বাস। তবে কখনো কখনো সেখান থেকে মানবশরীরেও তা ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে শুরুতে সাধারণ ফ্লুয়ের মতো লক্ষণ থাকলেও পরে সারা শরীরে ও মুখে র‍্যাশ দেখা যায়।

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ

বিশ্বের অর্ধেক কার্বন ডাই-অক্সাইডের জন্য দায়ী মাত্র ৩৬টি জ্বালানি কোম্পানি

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প

মার্কিন ব্ল্যাকরকের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান

বাইডেনের কারণেই আমেরিকার ডিমের বাজারে আগুন, আমি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

ফিলিস্তিনপন্থী বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের