হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের সঙ্গে তর্কে জিততে বাইডেনকে যেসব পরামর্শ দিলেন হিলারি 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ২৭ জুন নিজেদের প্রথম বিতর্কে অংশ নেবেন। এই দুই মার্কিন রাজনীতিকের বিতর্ক নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প উভয়ের সঙ্গেই বিতর্ক করার অভিজ্ঞতা রয়েছে হিলারি ক্লিনটনের। সেই অভিজ্ঞতা থেকেই তিনি গতকাল মঙ্গলবার নিউইয়র্ক টাইমসে একটি কলাম লিখেছেন। প্রকাশিত কলামে ট্রাম্পের সঙ্গে বিতর্কের অভিজ্ঞতা তুলে ধরেছেন হিলারি এবং আটলান্টার সিএনএন স্টুডিওতে অনুষ্ঠেয় বাইডেন-ট্রাম্প বিতর্কের প্রথম রাউন্ডের জন্য বাইডেনকে পরামর্শও দিয়েছেন।

হিলারি ওই কলামে লিখেন, বিতর্কের সময় ট্রাম্প বাধা দেন ও অপ্রাসঙ্গিক কথা বলেন। তিনি যুক্তিতে না পারলে প্রতিপক্ষকে ধাওয়া দেন। হিলারিকেও একবার তেমনটিই করেছিলেন। কারণ, ট্রাম্প নিজেকে প্রভাবশালী দেখাতে ও প্রতিপক্ষের যুক্তির ধারাবাহিকতা নষ্ট করার চেষ্টা করেন। ট্রাম্পের অবস্থান খণ্ডন করার চেষ্টা মানে ‘সময়ের অপচয়’। কারণ, তিনি বিতর্ক শুরু করেন অর্থহীন কথা দিয়ে এবং পরে তা রূপ নেয় গালাগালিতে।

ট্রাম্পের বিতর্কের কৌশলের সমালোচনার পাশাপাশি ক্লিনটন তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। এ সময় তিনি গর্ভপাতের অধিকার ও ট্যাক্স কমানোর বিষয়ে ট্রাম্পের অবস্থানের কঠোর সমালোচনা করেন। তিনি মনে করেন, বৃহস্পতিবার ট্রাম্পের পারফরম্যান্সে জনসাধারণ হতাশ হবে।

অন্যদিকে, ক্লিনটন প্রেসিডেন্ট বাইডেনকে একজন ‘জ্ঞানী ও ভদ্র ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ‘আমাদের মধ্যে সবচেয়ে সহানুভূতিশীল নেতাদের একজন হলেন বাইডেন।’

তিনি বিতর্কে বাইডেনকে ‘ঠোঁটকাটা ও শক্তিশালী’ হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, এই কৌশল ট্রাম্পের আধিপত্য ও ভয় দেখানোর কৌশলকে সফলভাবে ব্যর্থ করবে।

এ সময় ক্লিনটন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের অসুবিধার কথাও স্বীকার করেছেন। উল্লেখ করেন বর্তমান প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন বিষয়ে চাপের কথাও। বাইডেনের বয়সকে গভীর উদ্বেগের বিষয় না ভেবে হিলারি বলেন, ‘তিনি ট্রাম্পের চেয়ে মাত্র তিন বছরের বড়।’

ক্লিনটন বৃহস্পতিবারের বিতর্কে দর্শকদের শুধু থিয়েট্রিক্সে আবদ্ধ না থেকে তিনটি বিষয়ের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানিয়ে হিলারি ক্লিনটন বলেন, ‘কেবল নিয়ম নয়, জনগণের বিষয়ে প্রার্থীরা কীভাবে কথা বলে সেদিকে মনোযোগ দিতে হবে।’ এরপরে তিনি দর্শকদের মৌলিক বিষয়গুলোর প্রতি মনোনিবেশ এবং ‘বিশৃঙ্খলা ও যোগ্যতা’র মধ্যে পার্থক্য নির্ণয়ে মনোযোগ দিতে বলেন।

উল্লেখ্য, বিতর্কের প্রস্তুতি নিতে বাইডেন এখন ক্যাম্প ডেভিডে সহযোগী ও উপদেষ্টাদের সঙ্গে শলা-পরামর্শ করছেন।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

সেকশন