Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আফগানিস্তানে আরও আক্রমণের জন্য প্রস্তুত ন্যাটো এবং মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে আরও আক্রমণের জন্য প্রস্তুত ন্যাটো এবং মার্কিন বাহিনী

আফগানিস্তানে আরও আক্রমণের জন্য প্রস্তুত ন্যাটো এবং মার্কিন বাহিনী। মার্কিন ড্রোন হামলায় এক আইএস 'পরিকল্পনাকারী' নিহত হওয়ার পর এ প্রস্তুতির কথা জানিয়েছে তাঁরা। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক দিন সবচেয়ে বিপজ্জনক হতে পারে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, 'আমরা অবশ্যই প্রস্তুত এবং ভবিষ্যৎ পদক্ষেপ প্রত্যাশা করি'।' বিশেষ ভাবে এবং সব সময় আমরা হুমকিগুলো পর্যবেক্ষণ করছি' বলেও উল্লেখ করেন এ মুখপাত্র। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এই হামলার এখন পর্যন্ত ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ হামলার জবাবে আফগানিস্তানের পূর্বাঞ্চল নাঙ্গারহারে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেটের (আইএস) এক 'পরিকল্পনাকারীকে' লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ওই আইএস সদস্য নিহত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রেমিকার সঙ্গে শুয়ে ছিলেন তরুণ, পোষা কুকুরের ‘গুলিতে’ জখম

যুক্তরাষ্ট্রে মরে গিয়েও বেঁচে আছে ২ কোটি মানুষ!

অস্ত্র রপ্তানিতে শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপই প্রধান ক্রেতা

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিল কানাডার অন্টারিও রাজ্য

স্টারলিংকের পরিষেবা নিয়ে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ ইলন মাস্কের

বৈশ্বিক মন্দা সামলে হিরো, এবার ট্রাম্পকে সামলাবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী কার্নি

যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়: মার্কিন দূত

কানাডায় ট্রুডো যুগের সমাপ্তি, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি

বাংলাদেশসহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২৭২ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা কানাডার

চীন-রাশিয়াকে ঠেকাতে পরমাণু অর্থায়নে বিশ্বব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের চাপ