Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

নিরঙ্কুশ জয়ে ফিরলেন ট্রাম্প

জাহীদ রেজা নূর, নিউইয়র্ক থেকে

নিরঙ্কুশ জয়ে ফিরলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পরই সমর্থকদের সামনে হাজির হন রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভানকা ট্রাম্প, রানিংমেট জে ডি ভ্যান্সসহ ঘনিষ্ঠরা। গতকাল ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ কনভেনশন সেন্টারে। ছবি: এএফপি

অনেকেই বলছিলেন এবার কয়েক দিন পর্যন্ত লেগে যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল জানতে। এত দ্রুত ফল বের হবে, কে তা ভাবতে পেরেছিল? সব হিসাব-নিকাশ আর শ্বাসরুদ্ধকর অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফিরলেন হোয়াইট হাউসে। আইনসভার দুই কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদও গেল ট্রাম্পের রিপাবলিকান দলের হাতে। ফলে রিপাবলিকান পার্টি বলতে গেলে এবার নিজেদের মতো করে দেশ শাসন করতে পারবে। কংগ্রেসে বিল পাস করতে খুব একটা বেগ পেতে হবে না ট্রাম্পের।

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে হোয়াইট হাউস নিশ্চিত করে ফেলেছেন। কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হতে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন। ট্রাম্পের ঝুলিতে পড়েছে ৭ কোটি ১৭ লাখের বেশি ভোট। আর কমলা পেয়েছেন ৬ কোটি ৬৬ লাখের বেশি ভোট। যদিও গতকাল বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত অ্যারিজোনা, নেভাডা, আলাস্কা, মিশিগান ও মেইন অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বাকি ছিল। অবশ্য মেইন বাদে বাকি অঙ্গরাজ্যগুলোয় ট্রাম্প এগিয়ে ছিলেন।

এদিকে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও রিপাবলিকানদের জয়জয়কার। সেখানে ৫২টি আসন রিপাবলিকানদের দখলে গেছে। ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪২টি আসন। ফল ঘোষণা বাকি ছয়টির। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ৫০টি আসন প্রয়োজন।

প্রতিনিধি পরিষদও রিপাবলিকানদের দখলে যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকানরা ২০৪টি আসনে জয় পেয়েছে। আর ডেমোক্র্যাটরা পেয়েছে ১৮২টি। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যা-গরিষ্ঠতা পেতে একটি দলকে অন্তত ২১৮টি আসন পেতে হয়।

বিশ্লেষকেরা মনে করছেন, কমলা হ্যারিসের পরাজয়ের পেছনে রয়েছে বাইডেন আমলে জীবনযাত্রার চড়া ব্যয়, নারীদের ভোট প্রত্যাশার চেয়ে কম পাওয়া, গাজা যুদ্ধের জন্য অনেক মুসলিম ভোট হারানো ইত্যাদি কারণ। ব্যয়ভার বেড়ে যাওয়ায় অনেক মার্কিন নাগরিকই বড় বড় শহর ছেড়ে অপেক্ষাকৃত ছোট শহরের দিকে চলে যাচ্ছেন। জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাওয়া মার্কিন নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশ ক্ষমতার পরিবর্তন চাইছিলেন। পাশাপাশি কেউ কেউ এমনও মনে করছেন, ১৯২০ সালে জাতীয় নির্বাচনে মেয়েদের ভোটাধিকার অনুমোদন করা যুক্তরাষ্ট্র এখনো হয়তো নারী প্রেসিডেন্টের জন্য তৈরি নয়।

নির্বাচনের ফল আসতে শুরুর কিছুক্ষণ পরই কমলা হ্যারিসের পরাজয় স্পষ্ট হতে থাকে। এ সময় ভেঙে পড়েন তাঁর অনেক সমর্থক। গত মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসিতে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে। ছবি: এএফপি
নির্বাচনের ফল আসতে শুরুর কিছুক্ষণ পরই কমলা হ্যারিসের পরাজয় স্পষ্ট হতে থাকে। এ সময় ভেঙে পড়েন তাঁর অনেক সমর্থক। গত মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসিতে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে। ছবি: এএফপি

ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ‘গার্ডিয়ান’ এর মূল্যায়ন–ট্রাম্পের খামখেয়ালি ধরনের নেতৃত্বের কৌশল এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং-উনের মতো কর্তৃত্ববাদী নেতাদের সঙ্গে সম্পর্কের কারণে এ নির্বাচনের ফলাফল বিশ্বজুড়ে বিভিন্ন রাজধানীতে সতর্কতার ঘণ্টা বাজাবে। মার্কিন দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে এবার সত্যিই কতটা বা কী ধরনের পরিবর্তন আসে, সেদিকেই সবার নজর থাকবে।

গতকাল বুধবারই জার্মান গণমাধ্যম প্রতিষ্ঠান ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রান্সিস ফুকুয়ামা বলেছেন, সাধারণ মানুষ স্বল্পমেয়াদি সমস্যার কথা ভেবে ভোট দেয়, তাতে দীর্ঘমেয়াদি গুরুত্বপূর্ণ সংকটের অবসান হয় না। ট্রাম্পকে ভোট দিলে তা শুধু যুক্তরাষ্ট্রেই পরিবর্তন আনবে না, ইউরোপের জন্যও তা সংকট সৃষ্টি করবে।

জয় অনেকটাই নিশ্চিত হওয়ার পর ট্রাম্প ফ্লোরিডায় উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমেরিকা আমাদের পক্ষে নজিরবিহীন ও জোরদার রায় দিয়েছে।... এটি হবে আমেরিকার স্বর্ণযুগ।’

৭৮ বছর বয়সী ট্রাম্প হতে যাচ্ছেন সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আবার ফৌজদারি অপরাধে আদালতে দোষী সাব্যস্ত প্রথম মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নাগরিকেরা এখন যুদ্ধহীন দেশ দেখতে চায়। ট্রাম্পের গত মেয়াদে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে জড়ায়নি। যুদ্ধ মানেই কাঁড়ি কাঁড়ি টাকার অপচয়, আর নিহত সেনার কফিনের সারি। এটা বোঝে মার্কিনরা। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া এবং হামাস-ইসরায়েল সংঘাতে বাইডেন প্রশাসনের অবস্থান বিষয়ে অনেক মার্কিন নাগরিক নাখোশ ছিলেন।

পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের এই বিজয় এক চমকপ্রদ রাজনৈতিক প্রত্যাবর্তনেরই নজির। কংগ্রেস ভবনে নিজের সমর্থকদের হামলার কলঙ্কের কালো ছায়ার মধ্য দিয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন তিনি। সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে চার বছর পর মার্কিন ক্ষমতার কেন্দ্রবিন্দু সেই হোয়াইট হাউসে ফিরছেন তিনি।

ভোটের রাতে কমলা প্রথাগত ভাষণ দেবেন না—এই ঘোষণা থেকেই বোঝা গিয়েছিল ডেমোক্র্যাটদের মনোভাব। ট্রাম্পের জয়ের আভাস ক্রমেই বেশি করে স্পষ্ট হতে থাকলে নির্বাচনী কার্যালয় ছেড়ে যেতে শুরু করেন ডেমোক্রেটিক পার্টির নেতা-কর্মীরা।

ভোটের দিনের ছবি
৫ নভেম্বর সকাল ৯টার দিকে যখন নিউইয়র্কের রাস্তায় বের হয়েছিলাম, তখন রাস্তাঘাট ছিল বেশ সুনসান। কুইন্স ভিলেজ এলাকার একটি ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে মনে হচ্ছিল, ভোটাররা আসছেই না। লাইনে কেউ দাঁড়িয়ে নেই। তবে কিছুক্ষণ ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখতে পেলাম, ভেতর থেকে বেরিয়ে আসছেন ভোটাররা। নানা বর্ণের নানা বয়সের মানুষ তারা।

এরপর গেলাম ব্রাইটন বিচে। বহুদূরের পথ। আটলান্টিক পারের ব্রাইটন বিচ এলাকাটি মূলত সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আসা অভিবাসী মানুষের বসতি। অনেক জরিপেই জানা গেছে, এই এলাকায় ট্রাম্পের পক্ষেই বেশি ভোট পড়বে। আর যাঁরা ইউক্রেন থেকে এসেছেন, তাঁরা ভোট দেবেন কমলা হ্যারিসকে।

বিশ্বনেতাদের অভিনন্দন
ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পরপরই তাঁকে অভিনন্দন জানানো শুরু করেছেন বিশ্বনেতারা। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারসহ ইউরোপীয় দেশগুলোর নেতারা অভিনন্দন জানিয়েছেন। চীন সরকার অভিনন্দন জানালেও দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং সরাসরি কিছু বলেননি। আর রাশিয়া বলেছে, ট্রাম্পকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানোর পরিকল্পনা তাদের আপাতত নেই।

হোয়াইট হাউসে বসে ট্রাম্পের ‘ভুল’ ধরিয়ে দিলেন মাখোঁ

মাস্কের নাগরিকত্ব বাতিলে দেড় লাখের বেশি কানাডীয়র পিটিশন

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি

হত্যার দায়ে ৩০ বছর সাজা ভোগের পর ডিএনএ টেস্টে নিরপরাধ প্রমাণ

কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত করল মার্কিন প্রশাসন

ইউক্রেনে নির্বোধ মার্কিন প্রেসিডেন্টের খরচ করা অর্থ ফেরত আনব আমরা: ট্রাম্প

মার্কিন স্বর্ণের মজুত ঠিকঠাক আছে কি না দেখতে ফোর্ট নক্সে যাবেন মাস্ক

সোমবারের মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি ছাড়: মার্কিন কর্মীদের মাস্ক

রয়টার্স মিথ্যা বলছে: ইউক্রেনে স্টারলিংক বন্ধের খবর প্রসঙ্গে মাস্ক

ইউএসএআইডির সহায়তা বন্ধে এইচআইভি ও ম্যালেরিয়ার ওষুধের তীব্র সংকট