যুক্তরাষ্ট্রের ক্যানসাসের উচিটা শহরের ওক ক্রিক এলাকায় সনাতন হিন্দু সম্প্রদায়ের ‘দীপাবলি অনুষ্ঠান’ আয়োজিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ধর্মীয় সংগীত ও আরতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর উলুধ্বনি, সংগীত ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরো মন্দিরে প্রদীপ জ্বালানো হয়।
অনুষ্ঠানে উচিটা, এনডোভার, পার্ক সিটিসহ বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মের মানুষ এসে যোগ দিয়েছিলেন। কেউ কেউ নিজের বানানো পিঠাপুলি নিয়ে দীপাবলিতে যোগ দিয়েছিলেন। বিভিন্ন এলাকা থেকে আসা পূজার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছিল অনুষ্ঠানস্থল।
প্রার্থনা শেষে মিষ্টি ও প্রসাদ বিতরণ করা হয়। এরপর সুন্দর ভবিষ্যৎ পৃথিবীর প্রত্যাশায় ‘দ্বীপ জ্বালো মুছে দাও সব আঁধার, আলো জ্বালো, মুছে যাক যত গ্লানি কান্না’ গানের সুরে নান্দনিক নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে।