অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র প্রায় এক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বুধবার (২৬ অক্টোবর) দেশটির নৌবাহিনী ও সেনাবাহিনী ভার্জিনিয়ায় সমুদ্রতীরবর্তী একটি লঞ্চ প্যাড থেকে এই পরীক্ষা চালায়।
বায়ুমণ্ডলের ওপরের অংশে একটি রকেট পাঠিয়ে তা থেকে হাইপারসনিক গ্লাইড ভেহিক্যালগুলো ছোড়া হয়। এ সময় অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের পাঁচ গুণেরও বেশি গতিতে (ঘণ্টায় ৬ হাজার ২০০ কিলোমিটার) লক্ষ্যের দিকে ছুটে যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন ধরনের অস্ত্রের বিকাশে সহায়তা করার লক্ষ্যে এই পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে পাওয়া তথ্য হাইপারসনিক অস্ত্র উন্নয়ন গবেষণায় ব্যবহার করা হবে। সমুদ্র ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক অস্ত্র তৈরির জন্য এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষাটি চালানো হয় ২০২১ সালের অক্টোবরে।
এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ভার্জিনিয়া অঙ্গরাজ্যে নাসার ওয়ালপস ফ্লাইট ফ্যাসিলিটি থেকে এই পরীক্ষা পরিচালনা করে স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ। হাইপারসনিক অস্ত্রের যোগাযোগ ও নেভিগেশন যন্ত্রপাতির কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি ‘বাস্তবিক হাইপারসনিক পরিবেশে’ যে তাপমাত্রা বিরাজ করে অত্যাধুনিক উপাদানগুলো তা সহ্য করতে পারে কি না, তা যাচাই করে স্যান্ডিয়া।