Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইলন মাস্ক ও জো বাইডেনকে হত্যার হুমকি, টেসলাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ইলন মাস্ক ও জো বাইডেনকে হত্যার হুমকি, টেসলাকর্মী গ্রেপ্তার

বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়ায় টেসলার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জাস্টিন ম্যাককলেকে (৩১) টেক্সাস অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে এ হুমকি দেন তিনি। ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মাইক্রোব্লগিং সাইট এক্স–এর মালিক।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, জাস্টিন ম্যাককলে সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, তিনি বাইডেন ও মাস্ককে হত্যা করার পরিকল্পনা করছেন। তাঁর বিরুদ্ধে গুরুতর সন্ত্রাসী হুমকির অভিযোগ আনা হয়েছে। 

এক পোস্টে তিনি বলেন, ‘আমি টেক্সাসে আসব, যেখানে অনেকগুলো ফ্রন্টে যুদ্ধ শুরু হয়েছে।’ আরেক পোস্টে জো বাইডেন, এক্স, টেসলা এবং ইলন মাস্ককে ট্যাগ করে লেখেন, ‘আমি আপনাদের সবাইকে হত্যার পরিকল্পনা করছি।’

আদালতের নথি অনুসারে, ম্যাককলে যখন বলেন তিনি টেক্সাসের উদ্দেশে বের হচ্ছেন এবং আর কখনো ফিরবেন না তখন তাঁর স্ত্রী পুলিশে খবর দেন। তাঁর স্ত্রী বলেন, নজরদারি এড়াতে ম্যাককলে মোবাইল ফোনও বাড়িতে রেখে যান।  

গত ২৬ জানুয়ারি ওকলাহোমা অঙ্গরাজ্য দিয়ে যাওয়ার সময় সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী ম্যাককলেকে আটকায়। জিজ্ঞাসাবাদের সময় ম্যাককলে পুলিশকে জানান, তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চান। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি যদি জানতেন আপনি আগামীকাল মারা যাবেন তাহলে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাইতেন না?’

এর পরদিন সকালে অস্টিনে অবস্থিত টেসলা গিগাফ্যাক্টরি নিয়ে হুমকি দিয়ে একটি ফোনকল পুলিশের কাছে আসে। তবে ম্যাককলেই সে ফোনকলের জন্য দায়ী কিনা তা এখনো স্পষ্ট নয়।

আদালতের রেকর্ডে ম্যাককলেকে অস্টিনে পুলিশ জিজ্ঞাসাবাদ করার কথা উল্লেখ করা হয়েছে। তিনি পুলিশকে বলেন, তিনি মাস্কের সঙ্গে কথা বলার জন্য টেসলা গিগাফ্যাক্টরিতে যাচ্ছেন। এরপর তাঁকে পুলিশ গ্রেপ্তার করে বলে সিবিএস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

২০২২ সালের ডিসেম্বরে টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বলেছিলেন, তাঁর সঙ্গে খারাপ কিছু হতে পারে বা তাঁকে গুলি করে হত্যা করা হতে পারে। টুইটার স্পেসে দুই ঘণ্টা দীর্ঘ এক অডিও সাক্ষাৎকারে মাস্ক বলেন, তিনি কখনোই ছাদ খোলা গাড়িতে ঘুরবেন না। 

তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার সঙ্গে খারাপ কিছু ঘটার বা গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি বেশ প্রবল। কাউকে হত্যা করার ইচ্ছা থাকলে তা খুব একটা কঠিন কাজ নয়, আশা করি, কারও এমন ইচ্ছা নেই আর ইচ্ছা থাকলেও এমন পরিস্থিতিতে যেন ভাগ্য আমার সহায় হয়। অবশ্যই আমার জীবনের আশঙ্কা রয়েছে।’

মাস্কের নাগরিকত্ব বাতিলে দেড় লাখের বেশি কানাডীয়র পিটিশন

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি

হত্যার দায়ে ৩০ বছর সাজা ভোগের পর ডিএনএ টেস্টে নিরপরাধ প্রমাণ

কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত করল মার্কিন প্রশাসন

ইউক্রেনে নির্বোধ মার্কিন প্রেসিডেন্টের খরচ করা অর্থ ফেরত আনব আমরা: ট্রাম্প

মার্কিন স্বর্ণের মজুত ঠিকঠাক আছে কি না দেখতে ফোর্ট নক্সে যাবেন মাস্ক

সোমবারের মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি ছাড়: মার্কিন কর্মীদের মাস্ক

রয়টার্স মিথ্যা বলছে: ইউক্রেনে স্টারলিংক বন্ধের খবর প্রসঙ্গে মাস্ক

ইউএসএআইডির সহায়তা বন্ধে এইচআইভি ও ম্যালেরিয়ার ওষুধের তীব্র সংকট

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প