হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আমি উন্মাদ, তাই সি চিন পিং আমাকে সম্মান করে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘চীনের প্রেসিডেন্ট সি আমাকে সম্মান করেন কারণ তিনি জানেন আমি উন্মাদ।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হোয়াইট হাউসে ফিরে আসলে চীন তাকে উত্তেজিত করার সাহস পাবে না কারণ প্রেসিডেন্ট শি চিনপিং জানেন রিপাবলিকান ট্রাম্প ‘পাগল’। 

আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীন যদি তাইওয়ান অবরোধ করতে চাইলে তিনি দেশটির ওপর কড়া শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি বলব, আপনি যদি তাইওয়ান দখল করতে যান—তবে আমি এটি করার জন্য দুঃখিত, আমি আপনার ওপর ১৫০ থেকে ২০০ শতাংশ কর আরোপ করতে যাচ্ছি।’ 

নির্বাচনী প্রচারে এই রিপাবলিকান প্রার্থী বলেছেন, ট্রাম্প আবার নির্বাচিত হলে আমেরিকার প্রতিপক্ষরা মার্কিন স্বার্থের বিরুদ্ধে কাজ করবে না। কারণ তাঁরা জানে ট্রাম্প কতটা কঠিন ও অপ্রত্যাশিত ব্যবস্থা নিতে পারে। 
 
তিনি ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডকে বলেছেন, ‘তাইওয়ানের অবরোধ ঠেকাতে আমাকে সামরিক শক্তি ব্যবহার করতে হবে না, কারণ প্রেসিডেন্ট সি আমাকে সম্মান করেন এবং তিনি জানেন আমি পাগল।’ 

প্রেসিডেন্ট সি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার খুব দৃঢ় সম্পর্ক ছিল। তিনি আসলেই একজন ভালো মানুষ ছিলেন। আমি বন্ধু বলতে চাই না, আমি বোকামি করতে চাই না, তবে আমি তার সঙ্গে দুর্দান্ত ছিলাম।’ সি খুব কঠিন মেজাজের ব্যক্তি বলেও জানান ট্রাম্প। 

এদিন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিক তুলে ধরে বলেছেন, ‘আমি তাঁর সঙ্গে দুর্দান্ত ছিলাম।’ তবে এর আগে ট্রাম্প পুতিনের প্রশংসা করার জন্য সমালোচিত হয়েছেন।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন