বিমানবন্দরে থাকা ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়া নিশ্চিতের জন্য তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।
কাবুল বিমানবন্দরে নিহতদের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে জেক সুলিভান বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, তালেবানদের ঠেকাতে হলে প্রেসিডেন্ট বাইডেনের কাছে যে পরিমাণ সেনা ছিল তার চেয়ে আরও কয়েকগুণ মার্কিন সেনা সেখানে মোতায়েন করতে হতো।