হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

শরীরে পিশাচের ডিএনএ, তাই সন্তানদের মেরে ফেললেন বাবা

ভবিষ্যতে পিশাচ হয়ে উঠতে পারে দুই সন্তান। কারণ ‘পিশাচের’ সারপেন্ট ডিএনএ বহন করছে তারা। এই ভেবে দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করলেন বাবা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই ঘটনায় ওই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ম্যাথু টেলর কোলম্যান। তাঁর বয়স ৪০ বছর। দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকতেন ক্যালিফোর্নিয়ায়। দুই সন্তানের বয়স মোটে ২ বছর এবং ১০ মাস।

ক্যালিফোর্নিয়ার পুলিশকে দেওয়া কোলম্যান জানিয়েছেন, কিউঅ্যানন এবং গুপ্তগোষ্ঠী ইলুমিনাতি-এর ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। সেখান থেকে তিনি বুঝতে পারে, তার দুই সন্তানই ভবিষ্যতে পিশাচ হয়ে উঠতে পারে। পৃথিবীকে ধ্বংস করে দেবে। তাই তাদের হত্যা করে পৃথিবীকে রক্ষা করেছেন তিনি।

কোলম্যানের দাবি, তাঁর স্ত্রী সারপেন্ট ডিএনএর অধিকারী। যে ডিএনএ নরপিশাচ তৈরি করে। সেই ডিএনএ দুই সন্তানের দেহেও রয়েছে। 

অভিযুক্তের স্ত্রী জানিয়েছেন, গত সপ্তাহে দুই সন্তানকে নিয়ে ক্যাম্প করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান কোলম্যান। কিন্তু কোথায় ক্যাম্প করবেন, তা তিনি বলে যাননি। শুধু তাই নয়, এরপর থেকে ফোন বা মেসেজে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ঘটনায় কোলম্যানের স্ত্রীর সন্দেহ দানা বাঁধে। তিনি পুলিশে খবর দেন। শেষে ‘ফাইন্ড মাই আইফোন’ অ্যাপের মাধ্যমে কোলম্যানের অবস্থান জানতে পারে পুলিশ।

জানা গেছে, মেক্সিকোতে নিয়ে ২ বছর বয়সী এবং ১০ মাস বয়সী দুই সন্তানকে হত্যা করে ক্যালিফোর্নিয়ায় ফিরে আসছিলেন কোলম্যান। তখনই তাঁকে আটক করা হয়।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি