হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জাঁকজমক আয়োজনেও ট্রাম্পের অভিষেকে এবার দর্শক কম

অনলাইন ডেস্ক

বেশ জমকালো আয়োজনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। বেশ জমকালো আয়োজনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এবার মার্কিন কংগ্রেস ভবনের অভ্যন্তরে শপথ নিতে হলেও আয়োজনে কোনো কমতি থাকেনি। তবু ২০১৭ সালে প্রথমবারের মতো অভিষেকে যত দর্শক পেয়েছিলেন, এবার আর সেই দর্শকপ্রিয়তা পায়নি তাঁর শপথ অনুষ্ঠান। এমনকি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের তুলনায় কম দর্শক পেয়েছেন তিনি। গণমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান নিলসেনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান দেখেছেন ২ কোটি ৪৬ লাখ দর্শক। ২০ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন, সে সময় দর্শকসংখ্যা সর্বোচ্চ হয়েছিল।

নিলসেনের জরিপে দেখা যায়, দর্শকদের বয়সভিত্তিক তথ্য অনুযায়ী ট্রাম্পের অভিষেকে সর্বোচ্চ ১ কোটি ৭৪ লাখ দর্শক ৫৫ বছরের বেশি বয়সী। ৩৫ থেকে ৫৪ বছর বয়সী দর্শক ৪৬ লাখ ৭০ হাজার এবং ১৮ থেকে ৩৪ বছর বয়সী দর্শকের সংখ্যা ছিল ১৪ লাখ ৩০ হাজার।

মার্কিন স্থানীয় সময় অনুযায়ী, ১৫টি নেটওয়ার্কের সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তথ্য সংগ্রহ করেছে নিলসেন।

শপথ নেওয়া ও ভাষণের সময় (দুপুর ১২টা থেকে ১২টা ৪৫) তিনটি প্রধান ক্যাবল নিউজ ও তিনটি সম্প্রচার নেটওয়ার্কে অনুষ্ঠানটি দেখেন ২ কোটি ৭১ লাখ দর্শক। এর আগে বাইডেনের অভিষেক ভাষণ ছয়টি নেটওয়ার্কে প্রায় ৪ কোটি দর্শক দেখেছিলেন। এর আগে ২০১৭ সালে ট্রাম্পের প্রথম অভিষেক ৩ কোটি ৮৩ লাখ দর্শক দেখেছিলেন।

শপথের দিনের কভারেজে শীর্ষে ছিল ফক্স নিউজ, তাদের দর্শক ছিল ১ কোটি ৬ লাখ। অন্যান্য নেটওয়ার্কের মধ্যে এবিসি নিউজ ৪৮ লাখ ৫০ হাজার, এনবিসি নিউজ ৪৫ লাখ ৮০ হাজার, সিবিএস নিউজ ৪৩ লাখ ৫০ হাজার, সিএনএন ১৮ লাখ এবং এমএসএনবিসি ৮ লাখ ৮০ হাজার দর্শক পেয়েছিল।

নিলসেন আরও জানায়, ২৫ থেকে ৫৪ বছর বয়সী দর্শকদের মধ্যে ফক্স নিউজের সবচেয়ে বেশি দর্শক ছিল—২০ লাখ ৯০ হাজার। অন্যদিকে এনবিসি ১২ লাখ ২০ হাজার, এবিসি ১১ লাখ ২০ হাজার, সিবিএস ৯ লাখ ৬৬ হাজার, সিএনএন ৫৬ লাখ ৩ হাজার এবং এমএসএনবিসি ১ লাখ ৬ হাজার দর্শক পেয়েছে।

নিলসেন বলছে, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো অভিষেক অনুষ্ঠানগুলো সাধারণত প্রথমবারের তুলনায় অনেক কম দর্শক টানে। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম অভিষেক অনুষ্ঠান ৩ কোটি ৮৩ লাখ দর্শক পেয়েছিল। এ দুই মেয়াদের মধ্যবর্তী সময়ে বাইডেনের ২০২১ সালে শপথের অনুষ্ঠান দেখেছিলেন ৩ কোটি ৩৮ লাখ দর্শক। এ ছাড়া ২০০৯ সালে বারাক ওবামার প্রথম অভিষেকে দর্শক ছিল ৩ কোটি ৭৮ লাখ, কিন্তু দ্বিতীয় অভিষেকে ২০১৩ সালে ২ কোটি ৬ লাখ দর্শক পেয়েছিল।

তবে অভিষেক অনুষ্ঠানের এই দর্শকসংখ্যা রাজনৈতিক পক্ষপাতের প্রতিফলন বলে মনে করছে নিলসেন। ২০২১ সালে বাইডেনের অভিষেকে ফক্স নিউজের দর্শক ছিল সবচেয়ে কম, ২৭ লাখ ৪০ হাজার, কিন্তু সিএনএনের দর্শক ছিল প্রায় ১ কোটি এবং এমএসএনবিসি ৬৫ লাখ ৩০ হাজার দর্শক পেয়েছিল।

যুক্তরাষ্ট্রে ডাইভারসিটি প্রকল্প বাতিল ও কর্মীদের ছুটিতে পাঠাচ্ছেন ট্রাম্প

ট্রাম্পের ক্ষমা প্রত্যাখ্যান করলেন ক্যাপিটল দাঙ্গাকারী

চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প, বাদ যাবে না ইউরোপও

ক্ষমতা পেয়েই মার্কিন নীতিতে নজিরবিহীন রদবদল ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘বুদ্ধিমান’ পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প

ট্রাম্পের জন্য বাইডেনের রেখে যাওয়া চিঠি পড়ে হোয়াইট হাউসে হাস্যরস

সরকারি চাকরির সুরক্ষা তুলে নিচ্ছেন ট্রাম্প, বরখাস্তের ঝুঁকিতে হাজারো কর্মকর্তা

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিতর্কিত ইঙ্গিত, কী বোঝাতে চাইলেন মাস্ক

শপথের দিনে ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির দাম বাড়ল এক লাফে ১০ বিলিয়ন ডলার

বিনা চাপে ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক হবে, আশা ট্রাম্পের

সেকশন