হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অগণতান্ত্রিক আচরণ ও দুর্নীতি: চার দেশের ১৪ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 

মধ্য আমেরিকার চার দেশের ১৪ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত অগণতান্ত্রিক আচরণ ও দুর্নীতির অভিযোগে এসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দেশগুলো হলো—নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে ৪ জন নিকারাগুয়ার, ৪ জন গুয়াতেমালার, ৩ জন হন্ডুরাসের এবং ৩ জন এল সালভাদরের। এই ১৪ জনের ওপর যুক্তরাষ্ট্রের আইনের ইউনাইটেড স্টেটস-নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহেঞ্চড এনগেজমেন্ট অ্যাক্টের ৩৫৩ নম্বর ধারা অনুসারে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই প্রতিবেদনটি এমন ব্যক্তিদের চিহ্নিত করে যারা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন করেছে, উল্লেখযোগ্য দুর্নীতিতে লিপ্ত হয়েছে, বা গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া এবং এল সালভাদরে দুর্নীতির তদন্তে বাধা দিয়েছে। ইউনাইটেড স্টেটস-নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহেঞ্চড এনগেজমেন্ট অ্যাক্টের ৩৫৩ নম্বর ধারা—সংশোধিত—অনুসারে তালিকায় থাকা ব্যক্তিরা মার্কিন ভিসা পাওয়া ও যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই অঞ্চলে শক্তিশালী গণতান্ত্রিক শাসনের প্রচার করা মার্কিন প্রশাসনের মূল কারণ এবং যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। দুর্নীতি ও অন্যান্য কার্যক্রম যা মধ্য আমেরিকায় গণতন্ত্রকে দুর্বল করে, অস্থিরতার দিকে নিয়ে যায় এবং অনিয়মিত অভিবাসন চালায়।’

বিবৃতিতে বলা হয়, ‘এল সালভাদর, হন্ডুরাস, গুয়াতেমালা ও নিকারাগুয়াতে আমরা আরও স্থিতিস্থাপক, ন্যায়সংগত এবং সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার জন্য গণতান্ত্রিক নিয়মের প্রচার, সংরক্ষণ ও পুনরুদ্ধার করার লক্ষ্যে কাজ করছি। আমরা দায়বদ্ধতা ও জবাবদিহির আওতায় আনার বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে এই কাজ করি।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বিশ্বের দেশগুলোর সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ, সাংবাদিক, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালী করতে ও দুর্নীতির অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি