হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যারলকে ৮৩ মিলিয়ন ডলার জরিমানা দিতে ট্রাম্পকে আদালতের নির্দেশ

অনলাইন ডেস্ক

ধর্ষণের অভিযোগ অস্বীকার করে মার্কিন লেখিকা ই জিন ক্যারলের মানহানি করায় তাঁকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন বা ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি আদালত সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই আদেশ দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

টানা পাঁচ দিন ধরে এই মামলার শুনানি চলেছে। শুনানি শেষে ম্যানহাটনের ফেডারেল আদালত রায়ে পৌঁছাতে মাত্র তিন ঘণ্টা সময় নেন। এই মামলায় ই জিন ক্যারল ন্যূনতম ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন। কিন্তু আদালত তার ৮ গুণেরও বেশি অর্থ জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্পকে। তবে ট্রাম্পের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় ই জিন ক্যারল এক বিবৃতিতে বলেছেন, ‘এটি প্রত্যেক নারীর জন্য একটি মহান বিজয়, যা তাঁদের আঘাতের পরও উঠে দাঁড়ানোর সাহস জোগাবে।’ তিনি আরও বলেন, ‘এই রায় প্রত্যেক ধর্ষক এবং যারা নারীদের নিচু চোখে দেখার চেষ্টা করে তাদের জন্য এক বিশাল পরাজয়।’ 

এলি ম্যাগাজিনের সাবেক এই কলামিস্ট ২০১৯ সালের নভেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। ক্যারল অভিযোগ করেন, ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছেন এই অভিযোগ অস্বীকারের মাধ্যমে তাঁর মানহানি করেছেন। সেই মামলায় ক্যারল ন্যূনতম ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন। 

মামলায় ক্যারল আরও অভিযোগ করেন, ১৯৯৬ সালে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্টাল স্টোর ড্রেসিং রুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। ২০১৯ সালে এই মামলা দায়ের করা হলেও তাঁর বিরুদ্ধে কার্যক্রম চালানো যায়নি। কারণ সে সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেব দায়মুক্তির সুবিধা পাচ্ছিলেন। 

পরে ২০২৩ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে দায়ের করা এই মামলার কার্যক্রম শুরু হয়। পরে সেপ্টেম্বরে ই জিন ক্যারলের মামলায় ট্রাম্পকে ধর্ষণকারী বলে আখ্যা দেন আদালত। পাশাপাশি ট্রাম্পকে অর্থদণ্ড দিতে হবে বলেও জানিয়েছেন। তবে জরিমানার পরিমাণ তখনো নির্ধারণ করা হয়নি। অবশেষে সেই বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হলো।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন