হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বাদের অকালে সন্তান জন্ম দেওয়ার আশঙ্কা: গবেষণা 

করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের অকালে সন্তান জন্ম দেওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া সান ফ্রান্সিসকো-র(ইউসিএসএফ) একটি গবেষণায় এমনটি বলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সান ফ্রান্সিসকো ক্রনিকলের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

চিকিৎসকদের মতে, সাধারণত ৩৭ থেকে ৪০ সপ্তাহের গর্ভাবস্থাকে স্বাভাবিক বলে ধরা হয়। তার আগে, অর্থাৎ ৩২ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে শিশুর জন্ম হলে, তাকে ‘প্রিটার্ম’ বা সময়ের আগে জন্ম বলা হয়। যদি তারও আগে শিশুর জন্ম হয়, সে ক্ষেত্রে এটিকে ‘ভেরি প্রিটার্ম বার্থ’ বলে। 

ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার গবেষকেরা বলছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় মায়ের কোভিড হলে ৩২ সপ্তাহের আগে সন্তান জন্মানোর আশঙ্কা অন্তত ৬০ শতাংশ বেড়ে যায়। যার ফলে শিশুর স্বাস্থ্যে নানা রকম জটিলতা দেখা দিতে পারে। 

 গবেষকদের মতে, মায়ের ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি-র মতো সমস্যা থাকলে সে ক্ষেত্রে সময়ের আগে সন্তান জন্মের আশঙ্কা অন্তত ১৬০ শতাংশ বেশি। 

 ইউসিএসএফ-র এক গবেষকের কথায়, এ সমস্ত ক্ষেত্রে শিশুর নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে। পাশাপাশি হবু মায়েদের জন্যেও করোনা সংক্রমণ যথেষ্ট বিপজ্জনক। তাই  ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অন্তঃসত্ত্বা মায়েদের ঝুঁকি কমানোর দিকেই নজর দিতে বলছেন তাঁরা। 

এ নিয়ে গবেষণা দলের প্রধান লেখক ড. ডেবোরা কারাসেক বলেন, আমি মনে করি না এই গবেষণার ফল বিস্ময়কর। কিন্তু এটি নিশ্চিত যে গর্ভাবস্থায় সংক্রমণ অন্তঃসত্ত্বাদের বিপাকে ফেলতে পারে।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি