হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বৃদ্ধের প্রাণ বাঁচাল কুকুর

অনলাইন ডেস্ক

হ্যারি স্মিথের বয়স ৮১ বছর। বার্ধক্য এবং নানাবিধ রোগের কারণে এখন আর তিনি পায়ে হাঁটতে পারেন না। চলাচলের জন্য তাঁকে এখন ব্যবহার করতে হয় বৈদ্যুতিক হুইলচেয়ার। 

প্রতিদিন সেই হুইলচেয়ারে করেই তাঁর একটি পোষা কুকুর সারাহর সঙ্গে দিনে দুবার বাইরে ঘুরতে বের হন। প্রতিদিনের মতোই সম্প্রতি তিনি ঘুরতে বের হন বাড়ির পার্শ্ববর্তী একটি লেকের পাশে। কিন্তু হঠাৎ করেই তিনি হুইলচেয়ারের নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে যান। 

এ সময় তাঁর সঙ্গে থাকা কুকুরটি মনিবকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করে। এরপর সারাহর চিৎকারে পাশে থাকা লোকজন এবং স্থানীয় পুলিশ এসে স্মিথকে উদ্ধার করে। 

এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের সেন্ট লুসিয়ায়। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

পোর্ট সেন্ট লুসিয়া পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, হ্যারি স্মিথ তাঁর হুইলচেয়ারের নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে গিয়ে গলা পর্যন্ত ডুবে যান। কারণ তিনি সাঁতার কাটতে পারছিলেন না। তাঁর কুকুরের চিৎকারে পাশে থাকা দুই পথচারী প্রথমে ভেবেছিলেন কুকুরটি হয়তো কুমিরের সঙ্গে লড়ছে। কিন্তু পরে তারা গিয়ে দেখেন, স্মিথ পানিতে পড়ে গেছেন। এ সময় তারা পাশে থাকা পুলিশকে জানান। এরপরই পুলিশ এবং ওই পথচারীরা মিলে স্মিথকে উদ্ধার করেন। 

স্মিথ বলেন, কুকুরটি তার অনেক প্রিয়। নিয়মিত তিনি তার সঙ্গে ঘুরতে বের হন। তাঁর কুকুর সারাহ হলো ‘হিরো’। 

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন