অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্ট্রিপ এলাকায় এক ব্যক্তির অতর্কিত ছুরি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ছয়জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, পর্যটকদের ভিড়ের মধ্যে এক ব্যক্তি এই হামলা চালিয়েছেন। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় কিংবা বয়স জানায়নি পুলিশ।
এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল বলেছেন, ‘হামলাকারী একটি দীর্ঘ ব্লেডসহ একটি বড় ছুরি দিয়ে এই হামলা চালিয়েছেন। একটি ফুটপাত এলাকায় তিনি এই হামলা চালিয়েছেন এবং বিনা উসকানিতে হামলা করেছেন।’
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন জেমস লারোচেল। তিনি বলেছেন, ‘এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সাধারণ জনতা হামলাকারীকে ধাওয়া করেছিল এবং পরে পুলিশ তাঁকে আটক করেছে।’
হামলাকারী ব্যক্তি লাস ভেগাসের স্থানীয় বাসিন্দা বলে ধারণা করছে পুলিশ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ব্যাপকভাবে বাড়লেও লাস ভেগাসে কোনো হামলা হয়নি। দীর্ঘ পাঁচ বছর পর গতকাল লাস ভেগাসে এমন হামলার ঘটনা ঘটল।
এর আগে ২০১৭ সালের ১ অক্টোবর লাস ভেগাসের একটি উন্মুক্ত কনসার্টে ১ হাজার রাউন্ডেরও বেশি গুলি চালিয়ে অন্তত ৫৮ জনকে মেরে ফেলেছিলেন স্টিফেন প্যাডক নামের এক ব্যক্তি। সেই হামলায় শতাধিক আহত হয়েছিল। পরে তিনি (স্টিফেন প্যাডক) নিজেকেও গুলি করে হত্যা করেছিলেন।