Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

‘তালেবানের সঙ্গে সমস্যা মেটাতে নিশ্চিত একটা উপায় বের করবে চীন’ 

অনলাইন ডেস্ক

‘তালেবানের সঙ্গে সমস্যা মেটাতে নিশ্চিত একটা উপায় বের করবে চীন’ 

আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবানের সঙ্গে সমস্যা মেটাতে চীন নিশ্চিত একটি উপায় বের করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের তিনি এমনটি বলেন।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। 

চীনের সঙ্গে তালেবানের সম্পর্কে নিয়ে প্রশ্ন করলে বাইডেন বলেন, তালেবানের সঙ্গে চীনের একটা সমস্যা রয়েছে। তাই আমি নিশ্চিত, তারা একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করবে। পাকিস্তান, রাশিয়া, ইরান যেমনটা করবে। তারা সবাই এখন বোঝার চেষ্টা করবে যে তারা এখন কী করবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও তার সাত মিত্র তালেবানের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়ায় একটা সমন্বয় থাকবে বলে একমত হয়েছে। এদিকে এরই মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়েছে।

বিশেষজ্ঞদের অনেকে ধারণা করছেন, তালেবানের ওপর এমন অর্থনৈতিক খড়্গ থাকলেও চীন, রাশিয়া বা অন্য কোনো দেশ যদি তালেবানকে অর্থসহযোগিতা করে, তবে অন্যান্য বাধা তাদের জন্য তেমন সমস্যার হবে না। 

গত ২৯ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে বলেছিলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তালেবানের পাশে থাকা এবং ইতিবাচকভাবে তাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া। 

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

বড়দের সঙ্গে পাঙ্গা নেওয়া উচিত নয়: ইউক্রেনকে ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের খাদ্য সহায়তা বন্ধে দুর্ভিক্ষ হতে পারে বিশ্বজুড়ে

ইউক্রেন যুদ্ধ বন্ধের জোর সম্ভাবনা, পুতিনের সংকেত পেয়েছেন ট্রাম্প

ট্রাম্পকে ১০০ বিলিয়ন ডলার ‘সুরক্ষা ফি’ দিয়ে উদ্বেগ ও হতাশা ছড়াল বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোম্পানি

ফিলিস্তিনি শিক্ষার্থী গ্রেপ্তারের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ

গণ উচ্ছেদ ত্বরান্বিত করতে ‘যুদ্ধকালীন ক্ষমতা’ প্রয়োগের প্রস্তুতি ট্রাম্পের

গুয়ানতানামো বে কারাগার থেকে অভিবাসীদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

ইউরোপীয় অ্যালকোহলের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১৯২৯ সালের মহামন্দার চেয়েও বড় শেয়ারবাজার ধস আসছে—কিয়োসাকির সতর্কতা