Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ছিল পিছুটান, তবু বাবার আহ্বান এড়াতে পারেননি সুলেমান

অনলাইন ডেস্ক

ছিল পিছুটান, তবু বাবার আহ্বান এড়াতে পারেননি সুলেমান

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নির্মম পরিণতির শিকার পর্যটক দলটির সবচেয়ে কম বয়সী সদস্য ছিলেন সুলেমান। তাঁর বাবা শাহজাদা দাউদ ছিলেন পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। এবারের বাবা দিবসকে স্মরণীয় করে রাখতেই পিতা-পুত্র রওনা হয়েছিলেন সমুদ্রের তলদেশে, কিংবদন্তির টাইটানিক স্বচক্ষে দেখতে। 

তবে এই অভিযানকে সামনে রেখে ১৯ বছর বয়সী সুলেমানের মধ্যে কিছুটা ভীতি কাজ করছিল বলে দাবি করেছেন তাঁর ফুফু আজমেহ দাউদ। চিকিৎসাজনিত কারণে বর্তমানে তিনি নেদারল্যান্ডসের বসবাস করছেন। 

মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আজমেহ জানান, সুলেমানের মধ্যে পিছুটান থাকলেও ছেলেকে নিয়ে একটি স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে চেয়েছেন তাঁর প্রিয় বাবা শাহজাদা দাউদ। বাবা দিবসের মতো একটি বিশেষ দিনে পিতা-পুত্রের বন্ধনকে আরও জোরালো করাই ছিল তাঁর উদ্দেশ্য। 

বাবাকে খুশি করতেই শেষ পর্যন্ত টাইটানিক দেখার মিশনে যেতে রাজি হন সুলেমান। 

টাইটান ডুবোযানটির ধ্বংসাবশেষ আবিষ্কারের পর এর মধ্যে থাকা পাঁচ আরোহীর সবাই নিশ্চিতভাবে মারা গেছেন বলে ঘোষণা করে উদ্ধারকারী দল। তবে বিষয়টিকে এখনো বিশ্বাস করতে পারছেন না শাহজাদা দাউদের বোন আজমেহ। তিনি বলেন, ‘মনে হচ্ছে যেন আমি কোনো বাজে সিনেমা দেখছি।’ 

আজমেহ জানান, ভাই এবং ভাজিতার জন্য তাঁর হৃদয় ভেঙে গেলেও তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন এই ভেবে যে—বিস্ফোরণের ফলে মুহূর্তের মধ্যেই তাঁদের জীবনপ্রদীপ নিভে গেছে। হয়তো তাঁরা কোনো ব্যথাই অনুভব করার সময়ই পাননি। 

নিজের বিলিয়নিয়ার ভাইকে ‘দেবদূত’ আখ্যা দিয়ে আজমেহ জানান, অনেক কম বয়স থেকেই টাইটানিক জাহাজের প্রতি একটি মোহ কাজ করত শাহজাদা দাউদের মধ্যে। তাঁর ধ্যান-জ্ঞানে ছিল টাইটানিক। এ ছাড়া অসাধারণ কোনো উপায়ে নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চাইতেন তিনি। 

ভাই শাহজাদা সম্পর্কে আজমেহ বলেন, ‘শেষ পর্যন্ত কিংবদন্তি টাইটানিকের একটি অংশ হয়ে গেল সে।’

পাকিস্তানের প্রখ্যাত পরিবারের সদস্য শাহজাদা দাউদ তাঁর ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে বসবাস করতেন। সুলেমান ছাড়াও এলিনা নামে তাঁর এক কন্যাসন্তানও আছেন।

মাস্কের নাগরিকত্ব বাতিলে দেড় লাখের বেশি কানাডীয়র পিটিশন

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি

হত্যার দায়ে ৩০ বছর সাজা ভোগের পর ডিএনএ টেস্টে নিরপরাধ প্রমাণ

কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত করল মার্কিন প্রশাসন

ইউক্রেনে নির্বোধ মার্কিন প্রেসিডেন্টের খরচ করা অর্থ ফেরত আনব আমরা: ট্রাম্প

মার্কিন স্বর্ণের মজুত ঠিকঠাক আছে কি না দেখতে ফোর্ট নক্সে যাবেন মাস্ক

সোমবারের মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি ছাড়: মার্কিন কর্মীদের মাস্ক

রয়টার্স মিথ্যা বলছে: ইউক্রেনে স্টারলিংক বন্ধের খবর প্রসঙ্গে মাস্ক

ইউএসএআইডির সহায়তা বন্ধে এইচআইভি ও ম্যালেরিয়ার ওষুধের তীব্র সংকট

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প