Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলে ইরানি আক্রমণ অতি শিগ্‌গির, বললেন বাইডেনও

অনলাইন ডেস্ক

ইসরায়েলে ইরানি আক্রমণ অতি শিগ্‌গির, বললেন বাইডেনও

খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনই বলেছেন, ইসরায়েলে ইরানি আক্রমণ অত্যাসন্ন। একই সঙ্গে তিনি ইরানকে ইসরায়েলে আক্রমণ না করতে সতর্ক করে দিয়েছেন। এ ছাড়া ইসরায়েলকে সম্ভাব্য ইরানি আক্রমণ থেকে রক্ষায় তৎপর হয়েছে হোয়াইট হাউস। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র সিএনএনকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ইসরায়েলের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালাতে পারে যেকোনো দিন এবং এ ক্ষেত্রে ইসরায়েলকে এসব হামলা মোকাবিলায় সহায়তা করতে হোয়াইট হাউস তৎপর হয়েছে। 

সূত্রগুলো আরও জানিয়েছে, বর্তমান উত্তেজনাপূর্ণ ও অস্থির পরিবেশে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেকোনো সময় ‘বিস্ফোরিত’ হতে পারে বলে আশঙ্কা করছে বাইডেন প্রশাসন। এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাইডেন প্রশাসন প্রস্তুত। 

এদিকে, গতকাল শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইসরায়েলে ইরানের হামলা দেরিতে নয়, খুব শিগ্‌গিরই হবে।’ এই অবস্থায় তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘তেহরানের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, (ইসরায়েলে হামলা) চালিও না।’ 
 
গত বছরের অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বই আশঙ্কা করছিল যে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র এ ধরনের পরিস্থিতি এড়াতে শুরু থেকেই তৎপর থাকলেও দেশটি সব সময়ই ইসরায়েলের পক্ষ নিয়েছে সব পরিস্থিতিতেই। 

এর আগে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্যের মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছিল, ইসরায়েলের মাটিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইরান হামলা চালাতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে। তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, তেহরান ইসরায়েলে হামলার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। 

তারও আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলো মনে করছে, ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা অত্যাসন্ন। এ ক্ষেত্রে ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান।

আরও পড়ুন:

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আমেরিকাজুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ চলছে

গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ট্রাম্প-জেলেনস্কির তপ্ত বাগ্‌বিতণ্ডার সূত্রপাত যেভাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও জমি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী, হতে পারে মামলা

হোয়াইট হাউসে বাগ্‌বিতণ্ডার পর বেরিয়েই ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি