হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আরেকটি ৯/১১ ঘটানোর পরিকল্পনা করেছিল মার্কিন যুবক, হিউস্টন থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সাইদের গ্রেপ্তার নিয়ে কথা বলছেন মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯/১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের সহায়তা করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জানিয়েছে, সাইদ হিউস্টনের তার অ্যাপার্টমেন্ট থেকে একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন। টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় জেলার অ্যাটর্নি আলমদার হামদানি এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাইদের শৈশবকাল কেটেছে লেবাননে। পরে ১৪ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গত সপ্তাহে সাইদকে গ্রেপ্তার করে। ২০১৭ সাল থেকে তিনি হিউস্টন জয়েন্ট টেররিস্ট টাস্কফোর্সের নজরদারিতে ছিলেন। এফবিআই এজেন্টরা তাঁকে গ্রেপ্তারের সময় সাইদ তাঁর ফোন মাটিতে আছড়ে ভেঙে ফেলেন এবং ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে চেপে ধরতে হয়।

সাইদের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে আইএসআইএসের পক্ষে ছবি ও বার্তালাপ পাওয়া গেছে এবং সন্ত্রাসী সংগঠনের প্রচারণা কার্যক্রমে তাঁর সংশ্লিষ্টতার তথ্যও মিলেছে। আলমদার হামদানি জানান, সাইদ বিভিন্ন প্রোপাগান্ডা ভিডিও-ছবি তৈরি ও সম্পাদনা করতেন।

এফবিআই জানিয়েছে, বছরের পর বছর নজরদারিতে রাখার পর দেখা গেছে—সাইদের আচরণ ক্রমেই সহিংসতার দিকে ঝুঁকেছে। বিশেষ করে গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ডগলাস উইলিয়ামস জুনিয়র জানান, সাইদ হিউস্টনে বিস্ফোরক ব্যবহার করে গণহত্যার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন।

এফবিআই এজেন্ট আরও জানান, ‘সাইদ তাঁর বাড়ি আইএসআইএস সদস্যদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে প্রস্তাব করেছিলেন এবং প্রয়োজনীয় সম্পদ পেলে ৯ / ১১ স্টাইলের হামলা চালাবেন বলে বড়াই করেছিলেন।’

সাইদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেও উইলিয়ামস জানান। আদালতের নথি অনুযায়ী, সাইদ এফবিআইয়ের গোপন একটি সূত্রকে বলেছিলেন যে, তিনি আত্মঘাতী বোমা ব্যবহার করবেন। সেই এজেন্টকে সাইদ বলেছিলেন, ‘আমি যদি চাইতাম, তাহলে খুব সহজেই হতো। দাড়ি চেঁচে, চুল কাটিয়ে সামরিক ইউনিফর্ম পরতাম, ভেতরে গিয়ে বোতাম টিপে দিতাম। সবাই গ্রিল করা মাংসে পরিণত হতো।’

আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়, সাইদ তাঁর বাড়িতে পরিকল্পিত এক হত্যাচেষ্টার জন্য আইএসআইএস সদস্যদের আশ্রয় দিতে চেয়েছিলেন। এই দলটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার চেষ্টা করেছিল।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন