হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফাইজারের ভ্যাকসিন একমাস ফ্রিজে সংরক্ষণ করা যাবে

ঢাকা: মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের ভ্যাকসিন দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, আগে ফাইজারের টিকা সংরক্ষণ নিয়ে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল এখন তার চেয়ে বেশি সময় ধরে এটি সংরক্ষণ  করা যাবে।

জানা গেছে, ফাইজারের ভ্যাকসিন এতদিন পাঁচ দিন ফ্রিজে সংরক্ষণ করার সুপারিশ করা হয়েছিল । কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে, ইনটেক অবস্থায় ভ্যাকসিনগুলো একমাস পর্যন্ত ফ্রিজে রাখা যাবে।

বিশ্লেষকরা বলছেন, ফাইজারের ভ্যাকসিন দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ করতে পারায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

এর আগে ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের শর্ত কঠোর হওয়ায় বিশ্বের অনেক দেশ এটি নিতে পারছিল না। গত ফেব্রুয়ারিতে মাইনাস ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইজারের ভ্যাকসিন দুই সপ্তাহ সংরক্ষণ করা যাবে বলে জানায় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) । এর আগে ফাইজারের টিকা সংরক্ষণের ক্ষেত্রে বলা হয়েছিল যে, সংরক্ষণ করতে হবে প্রায় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি