Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফাইজারের ভ্যাকসিন একমাস ফ্রিজে সংরক্ষণ করা যাবে

অনলাইন ডেস্ক

ফাইজারের ভ্যাকসিন একমাস ফ্রিজে সংরক্ষণ করা যাবে

ঢাকা: মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের ভ্যাকসিন দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, আগে ফাইজারের টিকা সংরক্ষণ নিয়ে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল এখন তার চেয়ে বেশি সময় ধরে এটি সংরক্ষণ  করা যাবে।

জানা গেছে, ফাইজারের ভ্যাকসিন এতদিন পাঁচ দিন ফ্রিজে সংরক্ষণ করার সুপারিশ করা হয়েছিল । কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে, ইনটেক অবস্থায় ভ্যাকসিনগুলো একমাস পর্যন্ত ফ্রিজে রাখা যাবে।

বিশ্লেষকরা বলছেন, ফাইজারের ভ্যাকসিন দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ করতে পারায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

এর আগে ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের শর্ত কঠোর হওয়ায় বিশ্বের অনেক দেশ এটি নিতে পারছিল না। গত ফেব্রুয়ারিতে মাইনাস ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইজারের ভ্যাকসিন দুই সপ্তাহ সংরক্ষণ করা যাবে বলে জানায় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) । এর আগে ফাইজারের টিকা সংরক্ষণের ক্ষেত্রে বলা হয়েছিল যে, সংরক্ষণ করতে হবে প্রায় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

ইউক্রেনে বড় হামলার দিনে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিলেন ট্রাম্প

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ইউরোপের বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের শরণার্থীদের বের করে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

শিশুদের গায়ে হাত তোলা যাবে না ইংল্যান্ডে, পার্লামেন্টে বিল

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ