হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

স্ত্রীকে একা রেখে মরতে চান না, তাই দুবার হত্যাচেষ্টা

অনলাইন ডেস্ক

৯৩ বছর বয়সী লকনার ও তাঁর ৬০ বছর বয়সী স্ত্রী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মেরিয়ন কাউন্টিতে বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যাচেষ্টার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।

এ বিষয়ে মেরিয়ন কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, অভিযুক্ত স্বামী হেলমুট লকনারকে গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্ত্রী অভিযোগ করেছিলেন, কিছুদিন আগে তাঁকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করেছিলেন লকনার। এ ঘটনার দুই সপ্তাহ পর স্বামী তাঁকে আবারও দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছেন।

এ বিষয়ে তদন্তকারীদের লকনার জানান, স্ত্রীকে হত্যার পর একই দড়ি দিয়ে তিনি নিজেও আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন। কারণ বয়স হয়ে যাওয়ায় হয়তো শিগগির তিনি মারা যাবেন, এ অবস্থায় তিনি তাঁর স্ত্রীকে একা ছেড়ে যেতে চান না।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার হত্যাচেষ্টার পর একই কথা স্ত্রীকেও জানিয়েছিলেন লকনার। সেবার তাই স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি। ভেবেছিলেন, হয়তো এমন ঘটনা আর ঘটবে না।

এদিকে গত শনিবার স্ত্রীকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা চালান লকনার। সে সময় একটি চেয়ারে বসে টেলিভিশন দেখছিলেন তাঁর স্ত্রী। পরে পেছন দিক থেকে স্ত্রীর গলায় একটি দড়ি পেঁচিয়ে ধরেন তিনি।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, দড়ি পেঁচিয়ে লকনার যখন শ্বাসরোধ করার চেষ্টা করছিলেন, তখন তাঁর স্ত্রীও পাল্টা লড়াই শুরু করেন। একপর্যায়ে দড়ির ভেতর তিনি তাঁর হাত ঢুকিয়ে দিতে সক্ষম হন। এভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালান লকনারের স্ত্রী। পরে তিনি ৯১১ নম্বরে কল করে পুলিশকে জানান।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন