হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আদালতে টিকে গেল গরিবদের সুলভ স্বাস্থ্যবিমা ওবামাকেয়ার

ঢাকা: রিপাবলিকান ও বিমা কোম্পানিগুলোর তীব্র আপত্তির মুখে আবার টিকে গেল যুক্তরাষ্ট্রে গরিবদের জন্য সুলভ স্বাস্থ্য পরিষেবা স্কিম। টেক্সাস এবং আরও ১৭টি রিপাবলিকান-শাসিত রাজ্যের আইনি চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ফলে ওবামাকেয়ার খ্যাত আইনটি বহাল থাকছে। এর মাধ্যমে সাশ্রয়ী স্বাস্থ্য বিমা পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা।

২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ) শীর্ষক আইনটিতে স্বাক্ষর করেন। এরপর এ নিয়ে তৃতীয়বারের মতো আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল আইনটি।

আদালত আদেশে বলেছেন, বিদ্যমান পরিস্থিতিতে বিমা কোম্পানিগুলো নিম্ন আয়ের মানুষদের সাশ্রয়ী বিমা কভারেজ দিতে বাধ্য থাকবে। এ আইনের আওতায় লাখ লাখ স্বল্প আয়ের মার্কিন স্বাস্থ্যবিমার সুবিধা পেয়েছেন।

আদালতে ৭ জন বিচারপতি ওবামাকেয়ারের পক্ষে মত দিয়েছেন। আর দুজন বিচারপতি বিরুদ্ধে মত দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ বিচারপতি বলেছেন, বাদীদের ওবামাকেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করার আইনি অবস্থান নেই। অবশ্য এই আইনের সারবত্তা অসাংবিধানিক কি–না সে বিষয়ে রায়ে কিছু বলা হয়নি। 

এই আইনি চ্যালেঞ্জটি সমর্থন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই আইনে যুক্তরাষ্ট্রে লাখ লাখ লোককে স্বাস্থ্য বিমা বাধ্যবাধকতা রাখা হয়েছে। তা না করলে তাঁদের জরিমানার মুখে পড়তে হবে। তবে ২০১৭ সালে জরিমানার বিধানটি রহিত করে কংগ্রেস।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি