সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই নীরবতা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ক্যাম্প ডেভিডে গ্রীষ্মকালীন অবকাশে আছেন। তবে এবার তিনি নীরবতা ভাঙতে চলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অবকাশ সংক্ষিপ্ত করে মার্কিন প্রেসিডেন্ট আজই হোয়াইট হাউসে ফিরছেন। তিনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় আজ বিকেল পৌনে চারটার দিকে ভাষণ দেবেন।
প্রসঙ্গত, গতকাল রোববার আফগানিস্তান দখলে নেয় তালেবান। তালেবানের ক্ষমতা দখল করা নিয়ে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষেছেন। আফগানিস্তান ইস্যুতে বাইডেনের পদত্যাগ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের উদ্দেশে ট্রাম্প বলেন, আফগানিস্তানে বাইডেন যা ঘটতে দিয়েছেন এই লজ্জায় তাঁর পদত্যাগ করা উচিত।
বাইডেনের কারণে মার্কিন বাহিনীকে খালি হাতে আফগানিস্তান ছাড়তে হয়েছে বলে অভিযোগ করেন ট্রাম্প।