Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা করবেন না, বললেন বাইডেন

অনলাইন ডেস্ক

দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা করবেন না, বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, বিচারে দোষী সাব্যস্ত হলে ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করবেন না তিনি। আগ্নেয়াস্ত্র–সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের এক আদালতে চলছে হান্টারের বিচার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয় ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলা মামলা সম্পর্কে। এ সময় উপস্থাপক জানতে চান, বিচারকের দেওয়া রায় মেনে নেবেন কি না জো বাইডেন। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ।’

হান্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মূলত ২০১৮ সালে এক বন্দুক কেনা নিয়ে। তিনটি অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেগুলো হচ্ছে—আগ্নেয়াস্ত্রটি কেনার ফরমে নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার। ফরমে মাদকাসক্ত নন বললেও মাদক নিরাময়ের চিকিৎসা চলমান থাকার সময় নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তিনি, যা মার্কিন ফেডারেল আইনের লঙ্ঘন।

হান্টার বাইডেন বন্দুক কেনার সময় অনুমোদিত বিক্রেতার কাছেও মিথ্যা তথ্য দিয়েছিলেন। এ ছাড়া, ১১ দিন অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের মালিকও ছিলেন তিনি।

এফবিআইয়ের ফরেনসিক বিভাগের কেমিস্ট জেসন ব্রিউয়ারের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছেন মামলার কৌঁসুলিরা। লেদারের যে ব্যাগে হান্টারের বন্দুক পাওয়া গেছে, তা পরীক্ষা করে কোকেন পেয়েছিলেন ব্রিউয়ার। তবে তার পরিমাণ খুবই নগণ্য ছিল বলে কৌঁসুলিদের বলেন তিনি।

২০১৫ সালে ৪৬ বছর বয়সে ব্রেইন ক্যানসারে মৃত্যুবরণ করেন জো বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন। মূলত এর পর থেকেই হান্টার বাইডেনের মাদকাসক্তি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

তবে হান্টার আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি তখন মাদকাসক্ত ছিলেন না এবং আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারকারীও তিনি নন।

মাস্কের নাগরিকত্ব বাতিলে দেড় লাখের বেশি কানাডীয়র পিটিশন

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি

হত্যার দায়ে ৩০ বছর সাজা ভোগের পর ডিএনএ টেস্টে নিরপরাধ প্রমাণ

কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত করল মার্কিন প্রশাসন

ইউক্রেনে নির্বোধ মার্কিন প্রেসিডেন্টের খরচ করা অর্থ ফেরত আনব আমরা: ট্রাম্প

মার্কিন স্বর্ণের মজুত ঠিকঠাক আছে কি না দেখতে ফোর্ট নক্সে যাবেন মাস্ক

সোমবারের মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি ছাড়: মার্কিন কর্মীদের মাস্ক

রয়টার্স মিথ্যা বলছে: ইউক্রেনে স্টারলিংক বন্ধের খবর প্রসঙ্গে মাস্ক

ইউএসএআইডির সহায়তা বন্ধে এইচআইভি ও ম্যালেরিয়ার ওষুধের তীব্র সংকট

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প