হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনের ওয়েবসাইটে আক্রমণ, বাংলাদেশি হ্যাকারদের নাম

ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জিতেছেন বামপন্থী প্রার্থী লুইসা গঞ্জালেজ এবং ব্যবসায়ী নেতা দানিয়েল নোবোয়া। দুর্নীতিবিরোধী প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও খুনের পর নির্বাচন ঘিরে নেমে আসা শোক ও উত্তেজনার মধ্যে ছয়জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে দুজন প্রথম ধাপ উতরে গেলেন। আগামী ১৫ অক্টোবর দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের কথা রয়েছে।

গঞ্জালেজ সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার সমর্থিত প্রার্থী। তাঁর সামাজিক কর্মসূচিগুলোর পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন গঞ্জালেস। 

জাতীয় নির্বাচনী কাউন্সিলের পরিসংখ্যান অনুসারে, ৭০ শতাংশের বেশি ব্যালট বাক্স গণনা শেষ হয়েছে। এর মধ্যে গঞ্জালেস পেয়েছেন ৩৩ শতাংশ। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে বসবাসকারী ইকুয়েডরের নাগরিকদের ভোটদানের একটি ওয়েবপেজ সাইবার হামলার শিকার হয়েছে। তবে জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান বলেছেন, সামগ্রিক ভোটের হিসাবে এর প্রভাব পড়েনি। 

কাউন্সিলের সভাপতি ডায়ানা আতামাইন্ত বলেছেন, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য খোলা ওয়েবপেজে সাইবার আক্রমণ করা হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন, ইন্দোনেশিয়া এবং চীন থেকে। 

 ‘অনলাইন প্ল্যাটফর্মটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এতে ভোটদানে কিছুটা সমস্যা হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, সামগ্রিক ভোটে এর কোনো প্রভাব পড়েনি।’ যোগ করেন আতামাইন্ত। 

তবে একাধিক প্রার্থী ওয়েবপেজে ভোটদানে সমস্যার নিন্দা জানিয়েছেন। গঞ্জালেজ গত রোববার সন্ধ্যায় প্রবাসী ভোটদারদের আবার ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

উল্লেখ্য, বামপন্থী প্রার্থী গঞ্জালেজ ইকুয়েডরের অর্থনীতিকে শক্তিশালী করতে আন্তর্জাতিক রিজার্ভ থেকে ২৫০ কোটি ডলার ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছেন। এক দশক ক্ষমতায় থাকা রাফায়েল কোরেয়ার বাস্তবায়ন করা মিলিয়ন–ডলারের সামাজিক উদ্যোগগুলো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন গঞ্জালেস। কোরেয়া এখন দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি