হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টেক্সাসে শপিং মলে প্রকাশ্যে গুলি করে ৭ জনকে হত্যা, বন্দুকধারীও নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছে। এ ছাড়া বন্দুকধারীও নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৯ জন আহত হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

টেক্সাস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান হার্ভে জানিয়েছেন, ঘটনার সময় একজন পুলিশ কর্মকর্তা সেখানে ছিলেন। তিনি গুলির শব্দ শুনেছেন। ব্রায়ান হার্ভে বলেন, সেখানে বন্দুকধারীসহ আট জন নিহত হয়েছে।

এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী কয়েকটি শিশুও রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান জোনাথন বয়েড বলেন, আহত অবস্থায় ৯ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনাকে ‘অবর্ণনীয় ট্র্যাজেডি’ বলে অভিহিত করে সিএনএনকে জানিয়েছেন, ডালাস থেকে ৪০ কিলোমিটার উত্তরের অ্যালেন শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শপিং মলটির নাম অ্যালেন প্রিমিয়াম আউটলেট। কর্তৃপক্ষ ধারণা করেছিল, সেখানে একাধিক বন্ধুকধারী থাকতে পারে। তবে পুলিশ সেখানে চিরুনি অভিযান চালিয়ে দ্বিতীয় কোনো বন্দুকধারীকে খুঁজে পায়নি। 

বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। ২০২১ সালে দেশটিতে বন্দুক সহিংসতায় ৪৯ হাজার মানুষ মারা গেছে। এর আগের বছর সংখ্যাটি ছিল ৪৫ হাজার।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, চলতি বছরে গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে ১৯৫টি বন্দুক হামলা হয়েছে। প্রতিটি ঘটনায় কমপক্ষে চারজন বা তারও বেশি মানুষ নিহত হয়েছে।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি