Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফ্লোরিডায় হারিকেন ইয়ানের আঘাত, ২০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

ফ্লোরিডায় হারিকেন ইয়ানের আঘাত, ২০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইয়ান। স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে এটি আঘাত হেনেছে। বর্তমানে এটি হারিকেন-৪ ক্যাটাগরিতে রূপ নিয়ে প্রবল ঝড় ও বৃষ্টিপাত ঘটাচ্ছে। এর ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে দেশটিতে ২০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।  

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, অত্যন্ত বিপজ্জনক হারিকেনটি ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়ো কস্তা দ্বীপে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আছড়ে পড়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ফোর্ট মায়ার্সের দক্ষিণ উপকূলীয় শহর নেপলসের রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। প্রবল ঝড় গাড়িগুলোকে দূরে ঠেলে নিয়ে যাচ্ছে। 

এনএইচসি বলেছে, ঘণ্টায় ১৫০ মাইল বেগে হারিকেন ইয়ান প্রবাহিত হয়েছে। এর ফলে ইতিমধ্যে ফ্লোরিডায় বন্যার সৃষ্টি হয়েছে।

হতাহতের খবর এখনো জানা যায়নি বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে ফ্লোরিডা, জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলিনার রাজ্যগুলোর কয়েক লাখ মানুষ বিপদে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বর্ডার টহল জানিয়েছে, একটি অভিবাসী বহনকারী নৌকা ডুবে ২০ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। কিউবার চার নাগরিক সাঁতার কেটে ফ্লোরিডার তীরে এসে উঠেছে। এ ছাড়া কোস্ট গার্ড তিনজনকে সমুদ্র থেকে উদ্ধার করেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস ডিরেক্টর কেন গ্রাহাম বলেছেন, ‘এমন একটি প্রলয়ংকরী ঝড় হতে পারে বলে কয়েক বছর ধরে আমরা বলে আসছিলাম। এটি একটি ঐতিহাসিক ঘটনা।’

ফ্লোরিডা থেকে প্রায় ২৫ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অঞ্চলে কয়েক শ আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এএফপি জানিয়েছে, টাম্পা ও অরল্যান্ডোর বিমানবন্দরগুলোতে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব এলাকায় সাড়ে ৮ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেছেন, এটি একটি অত্যন্ত বাজে দিন। দুই দিন ধরে আমরা এমন বাজে অবস্থায় আছি।

এর আগে আটলান্টিক মহাসাগরে হারিকেন ইয়ানের উৎপত্তি হয় এবং কিউবার দিকে অগ্রসর হয়। গত মঙ্গলবার হারিকেন ইয়ানের আঘাতে কিউবার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। বৈদ্যুতিক গ্রিড বিপর্যয়ে অন্ধকারে ডুবে যায় সারা দেশ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কিউবায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ

বিশ্বের অর্ধেক কার্বন ডাই-অক্সাইডের জন্য দায়ী মাত্র ৩৬টি জ্বালানি কোম্পানি

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প

মার্কিন ব্ল্যাকরকের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান