Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন সংকটের মধ্যেই রুশ-মার্কিন সেনাপ্রধানের ফোনালাপ

অনলাইন ডেস্ক

ইউক্রেন সংকটের মধ্যেই রুশ-মার্কিন সেনাপ্রধানের ফোনালাপ

ইউক্রেন নিয়ে চলমান সংকটের মধ্যেই রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভ বাটলার বলেন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মিলি এবং রাশিয়ান জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভ নিরাপত্তা-সম্পর্কিত উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অতীতের মতো উভয়েই তাদের কথোপকথন গোপন রাখতে সম্মত হয়েছেন।

মার্ক মিলি ও ভ্যালেরি গেরাসিমভের ফোনালাপ এই প্রথম নয় তবে তাদের কথোপকথন বিরল। 

গত নভেম্বরে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ফোনালাপ করেছিলেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। মস্কো জানায়, গত সেপ্টেম্বরে ফিনল্যান্ডেও সাক্ষাৎ করেন এই দুই জেনারেল। তখন দুই দেশের মধ্যে সামরিক সংঘাত প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা হয়।  

বাটলার জানান, মার্কিন সেনাপ্রধান শুক্রবার ফ্রান্স, কানাডা, জার্মানি, ইতালি, পোল্যান্ড, রোমানিয়া এবং ব্রিটেনের সেনাপ্রধানের সঙ্গেও আলোচনা করেছেন। 

পেন্টাগনের মুখপাত্র বলেন, সামরিক নেতারা পারস্পরিক নিরাপত্তা উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেছেন।

স্টারলিংকের পরিষেবা নিয়ে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ ইলন মাস্কের

বৈশ্বিক মন্দা সামলে হিরো, এবার ট্রাম্পকে সামলাবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী কার্নি

যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়: মার্কিন দূত

কানাডায় ট্রুডো যুগের সমাপ্তি, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি

বাংলাদেশসহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২৭২ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা কানাডার

চীন-রাশিয়াকে ঠেকাতে পরমাণু অর্থায়নে বিশ্বব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের চাপ

ট্রাম্পের হুমকিতে জেগেছে দেশপ্রেম, খাদের কিনার থেকে ফিরছে ট্রুডোর দল

যুক্তরাষ্ট্রের বৃহত্তম কসাইখানা থেকে মাংস কেনা বন্ধ করেছে কানাডা

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানি ও আফগানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প