হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাংলাদেশে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তির বিষয়ে মার্কিন মুখপাত্রকে প্রশ্ন

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ। তবে এবারে দেশে দণ্ডিত সন্ত্রাসীদের জামিন নিয়ে প্রশ্ন করা হলেও তার জবাব দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় গতকাল সোমবার এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, আল-কায়েদা-অনুপ্রাণিত জঙ্গি সংগঠনের প্রধান জিহাদি মুফতি জসিমুদ্দিন রাহমানি, হরকাত-উল-জিহাদ এবং হিযবুত-তাহরিরের মতো অন্যান্য জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা এবং সুইডেনের আসলামের মতো ইন্টারপোল-ওয়ান্টেড সন্ত্রাসীসহ ইমামের মতো আরও অনেকে জেল থেকে মুক্তি পেয়েছেন। এটি কি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন অংশগ্রহণে ব্যাঘাত ঘটাবে? 

তবে এই প্রশ্নের কোনো জবাব দেননি ম্যাথিউ মিলার। এর পর ম্যাথিউ মিলারের কাছে বাংলাদেশ প্রসঙ্গে আরও একটি বিষয়ে জানতে চাওয়া হয়। মিলার সেই প্রশ্নেরও উত্তর দেননি। 

সেই প্রশ্নের ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, আজ মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীর উচ্চ-পর্যায়ের বৈঠকে বাংলাদেশ সংকট, এই অঞ্চলে সম্ভাব্য চীনা কৌশল মোকাবিলা নিয়ে আলোচনা করা হতে পারে। সেই ক্রমবর্ধমান পরিস্থিতি বিষয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি কী? মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আঞ্চলিক অংশীদারের সঙ্গে সমন্বয় করছে। বিশেষ করে এই অঞ্চলে চীনা প্রভাব সংক্রান্ত বিষয়ে স্থিতিশীলতা ও সমাধান নিশ্চিত করতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে সমন্বয় করছে।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন