Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বুলশিট: বাড়িতে বসে অফিস করা নিয়ে যা বললেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

বুলশিট: বাড়িতে বসে অফিস করা নিয়ে যা বললেন ইলন মাস্ক

করোনার সময় লকডাউন ও সংক্রমণের আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েছিলেন অসংখ্য মানুষ। এ অবস্থায় দেশে দেশে কর্মীদের বাড়িতে বসে কাজ করার সুযোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠান। ধীরে ধীরে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বিশ্বজুড়ে। 

কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও আবার অফিসে ফিরতে চাইছেন না অসংখ্য কর্মী। তাঁরা বাড়িতে বসেই কাজ চালিয়ে যেতে চান।

এবার বাড়িতে বসে কর্মীদের কাজ করতে চাওয়ার মানসিকতাকে কটাক্ষ করলেন ‘টেসলা ও স্পেসএক্স’-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। বিষয়টিকে ‘বুলশিট’ বা বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

আজ বুধবার মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মনোভাব দেখান মাস্ক। শুধু তা-ই নয়, যারা বাড়িতে বসে কাজ করতে চান, তাঁরা লা লা ল্যান্ডে (স্বপ্নের জগৎ) বাস করছে বলেও মন্তব্য করেন তিনি। 

যারা বাড়িতে বসে কাজ করতে চান, তাঁদের উদ্দেশে মাস্ক বলেন, ‘যারা আপনার গাড়ি নির্মাণ করছে, বাড়ি ঠিক করছে—তারা বাড়ি থেকে কাজ করতে পারে না। কিন্তু আপনি করতে পারেন। এটা কি নৈতিকভাবে ঠিক? এটা গোলমেলে। অফিসে বসে যাদের কাজ করতে হয়, তাদের জন্য এটা অপমানজনক।’ 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার পর সংস্থাটির বিভিন্ন নিয়মকানুনে পরিবর্তন আনেন ইলন মাস্ক। এর মধ্যে বাড়িতে বসে কাজ করার নিয়মটিও বাতিল করে দেন তিনি। তবে শুধু নিজের কর্মীদেরই নয়, বাড়িতে বসে কাজ করতে চান এমন সব মানুষের উদ্দেশেই সাক্ষাৎকারে তোপ দাগান তিনি। 

বাড়ি থেকে ল্যাপটপে বসে কাজ করলে কর্মীদের উৎপাদনশীলতা কমে যায় বলেও মত দেন টেসলা বস।

ইউক্রেনের শরণার্থীদের বের করে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

শিশুদের গায়ে হাত তোলা যাবে না ইংল্যান্ডে, পার্লামেন্টে বিল

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ

বিশ্বের অর্ধেক কার্বন ডাই-অক্সাইডের জন্য দায়ী মাত্র ৩৬টি জ্বালানি কোম্পানি

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড