Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনাস্থা ভোটে পদচ্যুত প্রথম স্পিকার ম্যাকার্থি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনাস্থা ভোটে পদচ্যুত প্রথম স্পিকার ম্যাকার্থি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম স্পিকার হিসেবে অনাস্থা ভোটে পদচ্যুত হয়েছেন কেভিন ম্যাকার্থি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ছোট্ট ব্যবধানে পাশ হয়। এর মধ্য দিয়ে দেশটির কংগ্রেসের ২৩৪ বছরের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র স্পিকার হিসেবে পদচ্যুত হন ম্যাকার্থি। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কয়েক দিন আগেই নিজ দল রিপাবলিকান পার্টি কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করান স্পিকার কেভিন ম্যাকার্থি। সেই কট্টরপন্থীদের একজন ম্যাট গেটজ ম্যাকার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে মঙ্গলবার তা ভোটে গড়ায়। প্রস্তাবটি ২১৬-২১০ ভোটে পাস হয়।

মার্কিন কংগ্রেসে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি সামান্য ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে। দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার নির্বাচন নিয়ে অচলাবস্থা দেখা দেয়। অবশেষে ১৫ দফা ভোটাভুটি শেষে কেভিন ম্যাকার্থি স্পিকার নির্বাচিত হন।

ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ম্যাকার্থির রাজনৈতিক ধারাবাহিকতায় একটি বিরতি আসতে যাচ্ছে। যদিও তিনি বারবার বলেছেন, তিনি কখনোই হাল ছাড়বেন না, কিন্তু তাঁর সামনে কোনো সুযোগই উন্মুক্ত রাখেনি তাঁর দলের কট্টর ডানপন্থী গোষ্ঠীটি। পাশাপাশি তিসি স্টপগ্যাপ বিল পাস করিয়ে ডেমোক্র্যাট সরকারকে অচল হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলেও তারাও তাঁকে সমর্থন দেয়নি। 

এদিকে ভোটাভুটি শেষে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যাকার্থি। তিনি আইনপ্রণেতাদের বলেছেন, তিনি আর কখনোই স্পিকার পদের জন্য লড়বেন না। তবে স্পিকার না থাকায় পরবর্তী স্পিকার কে হবেন তা নিশ্চিত না হওয়া এবং দুই দলের মধ্যে আসন ব্যবধান খুবই সামান্য হওয়ায় পরবর্তী স্পিকার নির্বাচন নিয়ে দেশটি আবারও অচলাবস্থার মধ্যেই পড়তে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। 

আপাতত আগামী সপ্তাহের জন্য হাউসের সব কার্যক্রম মুলতবি করা হয়েছে।

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ

বিশ্বের অর্ধেক কার্বন ডাই-অক্সাইডের জন্য দায়ী মাত্র ৩৬টি জ্বালানি কোম্পানি

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প

মার্কিন ব্ল্যাকরকের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান