Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ব্রাজিলে আমাজনের বন উজাড় বেড়েছে ২২ শতাংশ

অনলাইন ডেস্ক

ব্রাজিলে আমাজনের বন উজাড় বেড়েছে ২২ শতাংশ

আমাজন বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট। দক্ষিণ আমেরিকার নয়টি দেশজুড়ে অবস্থিত বনটির সিংহভাগ ব্রাজিলে পড়েছে। গত এক বছরে গুরুত্বপূর্ণ বনটিতে ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বন নিধন হয়েছে বলে ওঠে এসেছে ‘ব্রাজিল’স স্পেস রিসার্চ এজেন্সির (আইএনপিই) সাম্প্রতিক এক প্রতিবেদনে। 

এতে বলা হয়, ২০২০ সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাইয়ে আমাজনে বন নিধন আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে, যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। ফলে ৫ হাজার ১১০ বর্গ কিলোমিটার জায়গা ফাঁকা হয়ে গেছে, যা আয়তনের দিক থেকে নিউ ইয়র্ক শহরের তুলনায় প্রায় ১৭ গুণ বড়। 

দেশটির পরিবেশ মন্ত্রী জোয়াকিম লেইট বলেন, ‘এটা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। বন নিধন অপরাধ। এসব অপরাধ থামাতে আমাদের আরও কঠোর হতে হবে।’ 

তথ্যমতে, আমাজনে প্রায় ৩০ লাখ প্রজাতির গাছ ও প্রাণী রয়েছে। সেখানে বসবাসকারী আদিবাসী মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ। কার্বন চুষে নেওয়ার আধার ও অক্সিজেনের এ ভান্ডার এভাবে ক্ষতিগ্রস্ত হলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা আরও কঠিন হবে বলে মনে করেন বিবিসির বিশ্লেষক কেটি ওয়াটসন। 

স্কটল্যান্ডে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনে (কপ-২৬) বন নিধন বন্ধ করতে একটি চুক্তি হয়েছে। এতে সই করেছে ব্রাজিল। কিন্তু দেশটির বর্তমান প্রেসিডেন্ট জইর বোলসোনারো ২০১৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আমাজন বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ছাড়া বোলসোনারো এবং আইএনপিইয়ের মধ্যে মতপার্থক্য ক্রমশ বাড়ছে। 

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আমেরিকাজুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ চলছে

গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ট্রাম্প-জেলেনস্কির তপ্ত বাগ্‌বিতণ্ডার সূত্রপাত যেভাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও জমি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী, হতে পারে মামলা

হোয়াইট হাউসে বাগ্‌বিতণ্ডার পর বেরিয়েই ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে