হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে শিশুসহ নিহত ১১ 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে টর্নেডোর আঘাতে দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির টেক্সাস, ওকলাহোমা ও আরকানসাস অঙ্গরাজ্যে এই টর্নেডো আঘাত হানলে এই প্রাণহানির ঘটনা ঘটে এবং ঘরবাড়িসহ ট্রাক বিধ্বস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ওকলাহোমা-টেক্সাস সীমান্তবর্তী টেক্সাসের শহর কূক কাউন্টিতে টর্নেডোর আঘাতে অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এই টর্নেডো আঘাত হানে। ওকলাহোমার মায়েস কাউন্টিতে একই টর্নেডোর আঘাতে আরও অন্তত ২ জন নিহত হওয়ার কথা জানা গেছে। এ ছাড়া, আরকানসাসের উত্তরাঞ্চলে অন্তত ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

কুক কাউন্টির শেরিফ বলেছেন, ‘এটি ধ্বংসাবশেষের একটি মাত্র নজির। এই ধ্বংসযজ্ঞ বেশ ভয়াবহ।’ তিনি জানিয়েছেন, তাঁর শহরে নিহতদের মধ্যে দুই ও পাঁচ বছর বয়সী দুটি শিশু আছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদেরা ও স্থানীয় কর্তৃপক্ষ এই টর্নেডোর পরিপ্রেক্ষিতে জরুরি সতর্কতা জারি করেছে। 

এদিকে, এই টর্নেডোর আঘাতে ওকলাহোমায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যের বিপুল পরিমাণ মানুষ বিদ্যুৎসংযোগহীন হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ ওয়েবসাইটের হিসাব অনুসারে এই টর্নেডোর কারণে টেক্সাস, মিসৌরি, ওকলাহোমা, কানসাস ও আরকানসাসে অন্তত ৩ লাখ ৭৫ মানুষ বিদ্যুৎ-সংযোগহীন হয়ে পড়েছে। 

সাধারণত, যুক্তরাষ্ট্রে এপ্রিল ও মে মাসে ব্যাপক টর্নেডো হয়ে থাকে। বিশেষ করে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে এই টর্নেডো আঘাত হানার আশঙ্কা বেশি থাকেই। গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়া টর্নেডোর আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি এর কারণে অঙ্গরাজ্যটির কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন