Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

অনলাইন ডেস্ক

চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
চীনের সঙ্গে যুদ্ধে মার্কিন গোলাবারুদের মজুত দ্রুত ফুরিয়ে যাবে বলে শঙ্কা জেক সালিভানের। ছবি: এএফপি

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো অবস্থায় নেই। এ পরিস্থিতিতে যেকোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এ আশঙ্কায় প্রতিরক্ষা মজুত বাড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।

গতকাল বুধবার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তব্য রাখতে গিয়ে জেক সালিভান বলেন, ‘ঈশ্বর না করুন, আমরা চীনের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে না পড়ি! চীনের মতো একটি সামরিক শক্তির সঙ্গে যুদ্ধে আমাদের গোলাবারুদের মজুত দ্রুত ফুরিয়ে যাবে।’

এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

২০ জানুয়ারি প্রশাসনে বসতে যাওয়া ট্রাম্পকে দীর্ঘমেয়াদি পদক্ষেপের আহ্বান জানিয়ে সালিভান বলেন, ইউক্রেনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বাড়াতে হবে।

তিনি আরও বলেন, ‘একটি পরিপূর্ণ প্রতিরক্ষা শিল্প ভিত্তি গড়ে তোলার জন্য সংঘাত চলাকালে পুনরুৎপাদনের সক্ষমতা গুরুত্বপূর্ণ। কেবল যুদ্ধের আগে নয়, বরং যুদ্ধ চলাকালীনও অস্ত্র-সরঞ্জাম তৈরির সক্ষমতা থাকতে হবে।’

সালিভান যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত গোলাবারুদ সংগ্রহ ও বিতরণের জন্য বাইডেনের প্রস্তাবিত তহবিলটি চালু রাখতে কংগ্রেস ও ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান। বছরে ৫০ কোটি ডলারের এই তহবিল থেকে পেন্টাগনকে প্রতিরক্ষা মজুত পরিপূর্ণ রাখতে এবং যুদ্ধকালীন সময়ে সহায়তা করা হবে।

পরবর্তী প্রশাসনে প্রতিরক্ষা বাজেটের আকার নিয়ে বিতর্ক হতে পারে বলে মনে করেন সালিভান। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি দেখেনি। তাই সামরিক শিল্প ভিত্তি শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।

সালিভান বলেন, ‘প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের উৎপাদন এবং সংগ্রহ বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’ তিনি উদাহরণ হিসেবে ইউক্রেনের জন্য ১৫৫ মিলিমিটার গোলাবারুদ তৈরির প্রসঙ্গ উল্লেখ করেন।

তিনি বলেন, বাইডেন প্রশাসনের মেয়াদ শেষে প্রতি মাসে ৫৫ হাজার গোলাবারুদ উৎপাদন হবে, যা আগের তুলনায় ৪০০ শতাংশ বেড়েছে। ২০২৬ সালের শুরুর দিকে এই সংখ্যা প্রতি মাসে ১ লাখে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর বিপরীতে প্রতিরোধ গড়ে তোলারও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সালিভান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই ট্রাম্প ও তাঁর মিত্ররা ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের বিরোধিতা করেছেন। তাঁরা রাশিয়ার সঙ্গে দ্রুত সমঝোতার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের উপদেষ্টারা, বিশেষ করে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, মার্কিন প্রতিরক্ষা সম্পদ চীনকে মোকাবিলায় ব্যবহার করা উচিত।

ট্রাম্প-জেলেনস্কির তপ্ত বাগ্‌বিতণ্ডার সূত্রপাত যেভাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও জমি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী, হতে পারে মামলা

হোয়াইট হাউসে বাগ্‌বিতণ্ডার পর বেরিয়েই ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

হ্যান্ডশেকের মধ্য দিয়ে শুরু হলো ট্রাম্প-জেলেনস্কির বৈঠক

কী হবে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে, অধীর অপেক্ষায় কিয়েভের মানুষ

চীনের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

খনিজ চুক্তির বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

বাণিজ্য চুক্তিতে এলে শুল্ক ছাড় পেতে পারে যুক্তরাজ্য: ট্রাম্প

অর্থ পাচ্ছে না ইউএসএআইডি