হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৮ আরোহী নিয়ে জাপানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

জাপানের ইয়াকুশিমা দ্বীপে আট আরোহী নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। জাপানি কোস্টগার্ড বিবিসিকে জানিয়েছে, এক আরোহীকে খুঁজে পাওয়া গেছে, তবে তাদের অবস্থা স্পষ্ট নয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ইয়াকুশিমার কাছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে বলছে, সিভি–২২ ওস্প্রে নামে এয়ারক্র্যাফটটি ইয়ামাগুচি অঞ্চলের ইওয়াকুনি ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাদেনা ঘাঁটির দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জরুরি কারণে ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় সেটার বাম ইঞ্জিনে আগুন ধরে যায়। ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

ওস্প্রে হলো এমন একধরনের উড়োজাহাজ যা হেলিকপ্টার ও টার্বোপ্রপ হিসেবে কাজ করে। গত কয়েক বছরে এ ধরনের বিমান বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। 

কাগোশিমা প্রশাসনিক অঞ্চলের ইয়াকুশিমা জাপানের কিউশু দ্বীপের দক্ষিণে অবস্থিত। 

গত আগস্টে সামরিক মহড়ার সময় আরেকটি ওস্প্রে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা ২৩ জনের মধ্যে তিন মার্কিন নৌবাহিনীর সদস্যের মৃত্যু হয়।  

২০১৭ সালেও ওস্প্রে দুর্ঘটনায় তিন নৌবাহিনীর সদস্যের মৃত্যু হয়েছিল। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের উপকূলে অবতরণের চেষ্টা করার সময় ওস্প্রেটি বিধ্বস্ত হয়।

তিন ঘণ্টার নৈশভোজনের পর ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

যুক্তরাষ্ট্রের পতন ও তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

দায়িত্ব গ্রহণের পর চীন ও ভারত সফর করবেন ট্রাম্প

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

সেকশন