Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নাম পরিবর্তনের অনুমতি পেলেন ইলন মাস্কের কন্যা, বাবার সঙ্গেও সম্পর্কচ্ছেদ চান

অনলাইন ডেস্ক

নাম পরিবর্তনের অনুমতি পেলেন ইলন মাস্কের কন্যা, বাবার সঙ্গেও সম্পর্কচ্ছেদ চান

নাম পরিবর্তনের অনুমতি পেয়েছেন বিশ্বের সেরা ধনী ইলন মাস্কের ট্রান্সজেন্ডার কন্যা। ইলন মাস্কের ১৮ বছর বয়সী কন্যার নাম ছিল জেভিয়ার আলেক্সান্ডার মাস্ক। আদালতের রায়ের ফলে তিনি তাঁর নাম বদলে ভিভিয়ান জেনা উইলসন রাখতে পারবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যাবলয়েড ম্যাগাজিন টিএমজেডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইলন মাস্কের কন্যা বাবার সঙ্গে সম্পর্কচ্ছেদ এবং নাম পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেছিলেন। ভিভিয়ান জেনা উইলসন তাঁর ১৮ তম জন্মদিনের অল্প কয়েক দিন পরেই আদালতে এই আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে তাঁর নাম পরিবর্তনের অনুমতি দেয়। এর আগে, ইলন মাস্কের স্ত্রী ও ভিভিয়ানের মা জাস্টিন উইলসনের সঙ্গে ইলন মাস্কের বিয়ে বিচ্ছেদ হয় ২০০৮ সালে। 

টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের কন্যা আগে জেভিয়ার আলেক্সান্ডার মাস্ক আগে নারী বলে পরিচিত হতেন। কিন্তু আদালতের এই রায়ের ফলে তাঁকে এখন দ্রুতই নতুন জন্মসনদ দেওয়া হবে। 

ভিভিয়ান জেনা উইলসন তাঁর আবেদনে বলেছিলেন, ‘আমি কোনোভাবেই, কোনো উপায়েই আর আমার বাবার সঙ্গে থাকতে চাই না।’ তবে মাস্কের সঙ্গে তাঁর সন্তানের এমন সম্পর্কের বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। 

ভিভিয়ানের পর ইলন মাস্কের আরও ৮ সন্তান জন্ম গ্রহণ করে। তাদের মধ্যে ১ জন জন্মের অল্প কয়েক দিন পরেই মারা যায়।

শিশুদের গায়ে হাত তোলা যাবে না ইংল্যান্ডে, পার্লামেন্টে বিল

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ

বিশ্বের অর্ধেক কার্বন ডাই-অক্সাইডের জন্য দায়ী মাত্র ৩৬টি জ্বালানি কোম্পানি

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প